ব্যাপক বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যা, ৫ জনের মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাতটি প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতজনিত কারণে দেখা দেওয়া বন্যায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 10:22 AM
Updated : 3 Dec 2020, 10:22 AM

সবগুলো মৃত্যুর ঘটনাই নাখন সি থাম্মারাত প্রদেশে ঘটেছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

টেলিভিশন ফুটেজে এখানে একটি হাসপাতালের কর্মীদের জরুরি বিভাগের সামনে বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করতে দেখা গেছে আর সামনের সড়ক দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছিল। 

অন্যান্য ছবিতে দেখা গেছে, লোকজন উরু পর্যন্ত পানি ঠেলে হেঁটে অথবা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। আরেক দিকে বৌদ্ধ ভিক্ষসহ কিছু লোক বাজারের মধ্য দিয়ে নৌকার করে গন্তব্যের দিকে যাচ্ছে আর আশপাশের পানিতে শিশুরা খেলছে। 

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহ আগে বন্যা শুরু হলেও বৃহস্পতিবার থেকে পানি কমতে শুরু করেছে।

বন্যায় সাতটি প্রদেশের দুই লাখ ৫৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।