চার খুনের পর সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে ইন্দোনেশীয় পুলিশ
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 06:21 PM BdST Updated: 28 Nov 2020 06:21 PM BdST
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে জঙ্গিরা চার ব্যক্তিকে হত্যা করেছে, এমন অভিযোগ পাওয়ার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
শুক্রবার একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে জড়িত ১০ জঙ্গি একজনের শিরশ্ছেদ করেছে ও অন্যদের গলা কেটে হত্যা করেছে, একজন প্রত্যক্ষদর্শী এমনটি বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র আউই সেতিওনো।
ইন্দোনেশিয়ার ‘কমিউনিয়ন অব চার্চেস’ এর প্রধান গোমার গুলতোম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতরা সবাই খ্রিস্টান এবং ঘটনাটি সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তারা।
হামলাকারীরা নিহতদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার নিউজ চ্যানেল মেট্রো টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে আউই সন্দেহভাজন হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি। মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে জানানো অনুরোধেও সাড়া দেননি তিনি।
শুধু বলেছেন, “আমরা এখন অভিযানে আছি, প্রায় ১০০ জন লোক এতে অংশ নিচ্ছে।”
ইন্দোনেশীয় পুলিশ ও সামরিক বাহিনী তদন্তে নেতৃত্ব দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশের সিগি অঞ্চলের নিকটবর্তী প্রত্যন্ত পাহাড়ি একটি গ্রামে ঘটনাটি ঘটায় তাদের বিভিন্ন বাধা অতিক্রম করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক আন্ডেয়ার্স হারসোনো রয়টার্সকে বলেছেন, “ইন্দোনেশিয়ায় সংখ্যালঘু খ্রিস্টানদের বিরুদ্ধে এটি আরেকটি গুরুতর হামলা।”
ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী ইন্টারন্যাশনাল খ্রিশ্চিয়ান কনসার্ন শুক্রবার তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানিয়েছে, সুলাওয়েসির ওই গ্রামটিতে ‘অভিযুক্ত সন্ত্রাসী’ চার খ্রিস্টানকে হত্যা করেছে, সালভেইশন আর্মির একটি পোস্ট ও খ্রিস্টানদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সম্প্রতি প্রায়ই জঙ্গি হামলা ঘটনা ঘটছে।
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
-
খাশুগজি হত্যা: সৌদি আরবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সোমবার
-
মিয়ানমারের রক্তাক্ত রোববার
-
অপারেশন করতে করতেই ভিডিও কলে আদালতে হাজির চিকিৎসক!
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, ইন্দোনেশিয়ার নিন্দা
-
থাইল্যান্ডে রাজার সেনা ঘাঁটির কাছে বিক্ষোভকারী, পুলিশ সংঘর্ষ
-
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ