নেই ব্যাংক একাউন্ট, ক্যারি লামের বাড়িতে নগদ অর্থের স্তূপ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের কোনো ব্যাংক একাউন্ট নেই। তিনি তার বেতনের সব অর্থ বাড়িতেই রাখেন এবং নগদে সব ধরনের লেনদেন করেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 12:03 PM
Updated : 28 Nov 2020, 12:07 PM

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারি লাম নিজেই এ কথা জানান। শুক্রবার রাতে লামের ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয় বলে জানায় বিবিসি।

অথচ হংকংয়ের প্রধান নির্বাহী লাম বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকার প্রধানদের অন্যতম। ক্যারি লামের ব্যাংক একাউন্ট না থাকার কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।

হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন জারির জেরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় বেইজিং সমর্থিত হংকং প্রশাসনের প্রধান ক্যারি লামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোনো ব্যাংকেই তারা একাউন্ট খুলতে পারছেন না।

শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে লাম বলেন, দৈনন্দিন সব কাজে তিনি নগদ অর্থ ব্যবহার করেন।

কিছুটা বিদ্রুপের সুরে তিনি বলেন, ‘‘আপনার সামনে হংকংয়ের প্রধান নির্বাহী বসে আছেন, যিনি নিজের জন্য কোনো ব্যাংকিং সেবার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন।

‘‘আমার বাড়িতে নগদ অর্থের স্তুপ আছে। কারণ, হংকং সরকার আমাকে নগদে বেতন দেয়।”