পেনসিলভেইনিয়ার ভোট নিয়ে আপিলেও হারলেন ট্রাম্প
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 01:21 PM BdST Updated: 28 Nov 2020 01:21 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়াতে জো বাইডেনকে জয়ী ঘোষণা করা আটকাতে ডনাল্ড ট্রাম্প শিবিরের চেষ্টা খারিজ করে দিয়েছে দেশটির একটি কেন্দ্রীয় আপিল আদালত।
আদালতের তিন বিচারকের প্যানেল জানিয়েছে, ট্রাম্প শিবিরের করা মামলার কোনো ‘মেরিট’ই নেই। রিপাবলিকানরা ভোটে কারচুপি নিয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ বা এ সংক্রান্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলেও মন্তব্য করেছে তারা।
বিবিসি জানিয়েছে, আপিল আদালতের এ রায়কে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ৭৪ বছর বয়সী এ রিপাবলিকান নভেম্বরের ৩ তারিখের ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার তিনি ‘বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে হোয়াইট হাউস ছেড়ে দেবেন’ বলে ইঙ্গিত দিলেও পরদিনই আবার ‘ভোটে ব্যাপক জালিয়াতি’ হয়েছে মন্তব্য করে প্রমাণ ছাড়াই করে যাওয়া আগের অভিযোগের পথে ফিরে যান।
“তার প্রাপ্ত ৮ কোটি ভোট যে জালিয়াতি করে বা অবৈধভাবে পাওয়া নয়, তা প্রমাণ করতে পারলেই কেবল বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকতে পারবেন,” টুইটে বলেছেন ট্রাম্প।
রিপাবলিকান এ প্রেসিডেন্টের শিবির গত সপ্তাহেই পেনসিলভেইনিয়াতে ভোটের মামলায় বড় ধরনের ধাক্কা খেয়েছিল।
পেনসিলভেইনিয়ায় ট্রাম্পের ভোটের মামলা খারিজ
রাজ্যটিতে ডাকযোগে আসা লাখ লাখ ভোট বাতিলের দাবিতে মামলা করেছিল তারা। ফেডারেল আদালত ওই মামলা খারিজ করে দেওয়ার পর ট্রাম্প শিবির থার্ড সার্কিট কোর্ট অব আপিলসের দ্বারস্থ হয়।
এবার সেখানেও হারল তারা।
“মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও এরপর প্রমাণ লাগে। এখানে কিছুই নেই,” বলেছেন আপিল আদালতের বিচারক স্টেফানোস বিবাস।
বিচারক হিসেবে বিবাসকে ট্রাম্পই মনোনয়ন দিয়েছিলেন।
নভেম্বরের নির্বাচনের পর থেকে রিপাবলিকান শিবির বেশ কয়েকটি রাজ্যে ভোট জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলা করলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো সফলতা পায়নি।
-
ট্রাম্প-নীতি বদলাতে কাজ শুরু বাইডেনের
-
মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
-
আমান্ডা গোরম্যান: বাইডেনের অভিষেকে কবিতা পড়া এই কবি কে?
-
বাইডেনের গাড়ির নম্বরও ছিল ‘৪৬’
-
এমন অভিষেক আগে দেখেনি কেউ
-
ঐক্য ছাড়া শান্তি আসবে না: প্রেসিডেন্ট বাইডেন
-
প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেল যুক্তরাষ্ট্র
-
মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩
সর্বাধিক পঠিত
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি