থাইল্যান্ডে মিলল হাজারো বছরের পুরোনো তিমির কঙ্কাল
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 08:19 PM BdST Updated: 27 Nov 2020 08:35 PM BdST
-
ছবি: বিবিসি
থাইল্যান্ডে খুঁজে পাওয়া গেছে বিরল এক তিমির কঙ্কাল। এটি ৩ থেকে ৫ হাজার বছরের পুরোনো বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের।
এত পুরোনো হওয়ার পরও কঙ্কালটি প্রায় নিখুঁত রয়েছে। ৩৯ ফুট দীর্ঘ এ কঙ্কাল দেখে ধারণা করা হচ্ছে,এটি ব্রাইড’স প্রজাতির তিমি।
বিবিসি জানায়, রাজধানী ব্যাংককের প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে সামুত সাখন উপকূলে নভেম্বরের শুরুতে প্রথম হাড়গুলোর খোঁজ পাওয়া যায়।
এই আবিষ্কার বিশেষত সমুদ্রস্তর ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় পেছনের আরও ইতিহাস জানার পথ খুলে দেবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্তন্যপায়ী প্রাণী গবেষক মার্কাস চুয়া বিবিসি’কে জানান, অংশিক ফসিলে পরিণত হওয়া এই হাড়গুলো ‘বিরল আবিষ্কার’।
“এশিয়ায় খুব অল্প কিছু তিমির সাব-ফসিল পাওয়া গেছে। আর এত ভালো অবস্থায় তো আরও কমই পাওয়া গেছে” বলেন তিনি।
থাইল্যান্ডের পরিবেশমন্ত্রী তিমির কঙ্কালের ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, হাড়গুলো অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত কঙ্কালটির ৮০ শতাংশের বেশি উদ্ধার করা হয়েছে।এর মধ্যে কশেরুকা, পাজর, পাখনা, কাঁধের হাড় আছে। কঙ্কালটির মাথার দৈর্ঘ্যই ৩ মিটারের মতো।
স্তন্যপায়ী প্রাণী গবেষক মার্কাস চুয়া বলেন,অতীতের ব্রাইড'স তিমি সম্পর্কে আরও বেশি জানতে গবেষকদের জন্য এটি সহায়ক হবে। আগেকার এই তিমির সঙ্গে এখনকার এ প্রজাতির তিমির কোনও পার্থক্য আছে কিনা তা জানা যাবে।
উষ্ণ তাপমাত্রা ও ক্রান্তীয় পানিতে ব্রাইড'স তিমি বিচরণ করে। থাইল্যান্ড উপকূলীয় অঞ্চলগুলোতে এখনও এ প্রজাতির তিমির দেখা পাওয়া যায়।
-
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ
-
ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩
-
বাইডেনের অভিষেকের দিনই আসছে ডজনখানেক নির্বাহী আদেশ
-
কোভিড-১৯: তৃতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু দেখল যুক্তরাজ্য
-
সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
‘কোভিডের শেষের শুরু’, টিকা নিচ্ছে ভারত
-
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: জীবিতদের খোঁজে তল্লাশি অব্যাহত
-
আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা
-
চীনে আইসক্রিমে করোনাভাইরাস
-
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: তৃতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু দেখল যুক্তরাজ্য
-
বাইডেনের অভিষেকের দিনই আসছে ডজনখানেক নির্বাহী আদেশ
সর্বাধিক পঠিত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- তামিম-সাকিবের ব্যাটে রান
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়