সস্ত্রীক করোনাভাইরাস আক্রান্ত সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ

সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়ার স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল এসেছে।

>>রয়টার্স
Published : 26 Nov 2020, 02:34 PM
Updated : 26 Nov 2020, 02:34 PM

সুইডিশ রাজপ্রাসাদ বৃহস্পতিবার একথা জানিয়েছে। তারা এখন সেলফ-আইসোলেশনে রয়েছেন।

রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কার্ল ফিলিপ ও তার স্ত্রী দুইজনেরই রোগের উপসর্গ খুবই মৃদু। ছোট দুই সন্তানের সঙ্গে স্টকহোমের বাড়িতে থেকেই তারা সুস্থ্ হয়ে উঠছেন।

তারা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর এখন পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজা কার্ল গুস্তাফ, রানি সিলভিয়া, প্রিন্স ফিলিপের বড় বোন প্রিন্সেস ভিক্টোরিয়া ও তার স্বামী প্রিন্স ডেনিয়েলেরও করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

প্রিন্স কার্ল ফিলিপ সুইডেনের সিংহাসনের চতুর্থ উত্তরসূরি।

দেশটির একটি ট্যাবলয়েড পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে রানির ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে রাজপরিবারের সবাই একত্রিত হয়েছিলেন। তবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কেউই করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না।

এর আগে সুইডেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই তা মোকাবেলায় রাজপ্রসাদ থেকে বেরিয়ে চিকিৎসাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খবরের শিরোনাম হয়েছিলেন প্রিন্সেস সোফিয়া।

স্টকহোমের এক হাসপাতালে সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি।

সুইডেন করোনাভাইরাস মোকাবেলায় কড়াকড়ির পথে হাঁটেনি। অন্যান্য দেশগুলোর মতো কড়া লকডাউনের পদক্ষেপ সুইডেন কখনও নেয়নি।

গত বুধবার পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৩০,৫১৪ এবং মারা গেছে ৬,৫৫৫ জন।