বিয়েতে প্যান্ট-স্যুট পরে প্রথা ভাঙলেন এক ভারতীয় কনে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 11:53 PM BdST Updated: 25 Nov 2020 12:21 AM BdST
-
ছবি: বিবিসি
-
-
-
-
ভারতের ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে নয় বরং নীলাভ ছাই রঙের প্যান্ট-স্যুট পরে বিয়ের আসরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন দিল্লির এক কনে।
২৯ বছরের সানজানা পেশায় একজন ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা। প্রথা অনুযায়ী বিয়েতে শাড়ি বা লেহেঙ্গা না পরে প্যান্ট-স্যুট পরার কারণ ব্যাখ্যায় সানজানা বলেন, ‘‘কারণ স্যুট আমার দারুণ প্রিয়।”
নিজের এই পছন্দের মধ্যে দিয়ে তিনি ফ্যাশান অঙ্গনে নারী শক্তির একটা বার্তাও তুলে ধরেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তার এই বিয়ের সাজ ভারতীয় মেয়েদের ভবিষ্যতে প্রথাগত পোশাক ছেড়ে ক্ষমতার প্রকাশ পায় এমন পোশাক পরতে হয়তো উদ্বুদ্ধ করবে।
অবশ্য পশ্চিমের দেশগুলোতে বিয়ের পোশাক হিসেবে গাউনের পাশাপাশি প্যান্ট-স্যুটের প্রচলন গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। পোশাক ডিজাইনাররাও তাদের বিয়ের পোশাকের সম্ভারে আজকাল প্যান্ট-স্যুট রাখছেন। তারকারা নতুন ফ্যাশনের এই বিয়ের পোশাকটি পছন্দও করছেন।
সম্প্রতি, 'গেম অব থ্রোন্স'র অভিনেত্রী সোফি টার্নার নিজের বিয়েতে সাদা রঙের একটি ট্রাউজার পরেন।

ছবি: বিবিসি
একটি ব্রাইডাল ম্যাগাজিনের সাবেক সম্পাদক নুপুর মেহতা বিবিসি’কে বলেন, ভারতীয় নারীরা বিয়ের দিন সচরাচর ভারতীয় পোশাক শাড়ি বা জমকালো লেহেঙ্গা পরে। সাথে থাকে মা বা দিদিমাদের বা কনের জন্য কেনা সোনার গহনা।
“আমি আগে কখনও কোনও ভারতীয় কনেকে এই সাজে দেখিনি। এটা একবারেই নতুন কিছু ছিল এবং তাকে সত্যিই এ পোশাকে অসাধারণ লাগছিল।”
গত ২০ সেপ্টেম্বর দিল্লিতে সানজানার বিয়ের অনুষ্ঠান হয়। বর দিল্লির ব্যবসায়ী ৩৩ বছরের ধ্রুব মহাজন।
সানজানা আমেরিকায় একজন কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করতেন। গত বছর তিনি ভারতে ফিরে যান। প্রায় এক বছর ধরে এই জুটি একসঙ্গে বসবাস করছিলেন।
এই জুটি প্রথমে সেপ্টেম্বরে আমেরিকায় তাদের বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। কারণ, সানজানার ভাই এবং তার বেশিরভাগ বন্ধু আমেরিকায় বাস করেন। পরে নভেম্বরে ভারতীয় প্রথায় দিল্লিতে তাদের বিয়ের দ্বিতীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
কিন্তু কোভিড-১৯ মহামারী তাদের সেই পরিকল্পনা ‘সম্পূর্ণ এলোমেলো’ করে দেয়।
সানজানার বাবা-মা ‘খুবই উদারপন্থি’ হলেও ভারতীয় সমাজ ব্যবস্থা বিয়ের আগে ছেলে-মেয়ের একসঙ্গে থাকা অনুমোদন করে না। তাই পরিবার, বন্ধু মহল এবং প্রতিবেশীদের থেকে এই জুটির উপর দ্রুত বিয়ে করে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার চাপ আসছিল।

ছবি: বিবিসি
বিয়ের জন্য মনস্থির করে ফেলার সঙ্গে সঙ্গেই সানজানা ঠিক করে ফেলেছিলেন বিয়েতে তিনি কোন পোশাক পরবেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি ঠিক করেছিলাম আমি প্যান্ট-স্যুট পরব। আমার প্যান্ট-স্যুট ঠিক কেমন হবে আমি সেটাও তখনই জানতাম।”
বিবিসি জানায়, সানজানা একজন পরিবেশবাদী এবং তিনি ‘পরিবেশের জন্য ভালো হয়’ এমন ফ্যাশানে বিশ্বাসী। তাই তিনি প্রচুর ‘সেকেন্ড-হ্যান্ড’ পোশাক কেনেন। নিজের বিয়ের পোশাকটি তিনি অনেক আগে ইতালির একটি বুটিকে দেখেছিলেন বলেও জানান।
“আমি যে পোশাকটি পরেছি সেটি নব্বইয়ের দশকে একজন ইতালীয় ডিজাইনারের বানানো পোশাক। বিয়ের জন্য মনস্থির করার পর যখন আমি খোঁজ নিয়ে জানতে পারি সেই পোশাকটি এখনও পাওয়া যাচ্ছে, আমি একই সঙ্গে খুব অবাক ও আনন্দিত হয়েছিলাম।”
সানজানা জানান, যখন তিনি আমেরিকায় আইনজীবী হিসেবে কাজ করতেন তখন তিনি সব সময় প্যান্ট-স্যুট পরতেন। কারণ, এই পোশাকটি তার কাছে ‘নারী শক্তির কথা বলে’ বলে মনে হয়। তাছাড়া, ‘আধুনিক শক্তিশালী যে সব নারীকে’ তিনি অনুসরণ করেন তারাও সবাই এই পোশাকই পরেন।
তিনি বলেন, "আমার সবসময়ে মনে হয় মেয়েরা প্যান্টস্যুট পরলে তার মধ্যে শক্তির প্রকাশ পায়। আমার সেটা খুবই পছন্দের এবং আমি সবসময় প্যান্ট-স্যুট পরি।"
করোনাভাইরাস মহামারীর কারণে সানজানা-ধ্রুবর বিয়ের অনুষ্ঠান খুবই ঘরোয়া ভাবে হয়েছে। সেখানে বর-কনে ও পুরোহিতসহ মাত্র ১১ জন উপস্থিত ছিলেন।
সানজানা বলেন, "ধ্রুবদের বাড়ির পেছনের বাগানে ছোট করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শুধু দুজনের বাবা-মা এবং দাদা-দাদি, নানা-নানি উপস্থিত ছিলেন। সবাই খুবই সাধারণ পোশাকে ছিলেন। সেখানে আমি যদি বিয়ের জমকালো পোশাক পরতাম সেটা খুবই বেমানান আর বাড়াবাড়ি লাগত।''
সানজানার বর ধ্রুব মহাজন বলেন, বিয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না তার হবু স্ত্রী বিয়েতে কী পরতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘‘তাকে এতই দারুণ লাগছিল, আমি প্রথমে খেয়ালই করিনি সে প্যান্ট-স্যুট পরেছে।”
সানজানা তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তার বন্ধুবান্ধব ও তার অ্যাকাউন্টের অনুসারীরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অনেক ফ্যাশন ডিজাইনারও তার পছন্দের তারিফ করেছেন।

ছবি: বিবিসি
যারা তার সমালোচনা করেছেন তারা অনেকেই লিখেছেন, তিনি ভারতীয় সংস্কৃতির উপর কালি লেপন করেছেন। কেউ কেউ তার স্বামীকে সাবধান করে অপমানজনক ট্রলও করেছেন।
কেউ কেউ তাকে ‘আত্মহত্যার’ পরামর্শও দিয়েছেন বলে জানান সানজানা। তিনি বলেন, কেন তার পোশাক নিয়ে এত সমালোচনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।
সানজানা আরও বলেন, ‘‘ভারতীয় ছেলেরা তো হরহামেশাই বিয়েতে প্যান্ট-স্যুট পরেন। কই তখন তো কেউ প্রশ্ন করেন না। কিন্তু যখন একজন নারী ওই পোশাক পরেন তখন সবার সমালোচনা শুরু হয়ে যায়।
“আমার মনে হয় এর কারণ সম্ভবত মেয়েদের উপরই সবসময় মান ধরে রাখার দায় চাপিয়ে দেওয়া হয়।”
তবে শুধু ভারতেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশে মেয়েদের উপরই প্রথা রক্ষায় দায় চাপিয়ে দেওয়া হয়।
ফ্রান্সে ২০১৩ সালের আগে পর্যন্ত মেয়েদের প্যান্ট পরা অবৈধ ছিল। যদিও সেই আইন বহু মেয়ে কয়েক দশক ধরে উপেক্ষা করে গেছে।

ছবি: বিবিসি
আমেরিকাযর নর্থ ক্যারোলাইনার মেয়ে শিক্ষার্থীদের আদালত পর্যন্ত যেতে হয়েছে স্কুলে প্যান্ট পরার অনুমতি পাবার জন্য। সেখানে শীতকালের প্রচণ্ড ঠাণ্ডাতেও মেয়েদের স্কুলে প্যান্ট পরার অনুমতি ছিল না।
পেনসিলভেনিয়ায় ১৮ বছরের এক ছাত্রীকে স্কুলে প্যান্ট পরার অনুমতি পেতে গত বছর আদালতের দ্বারস্থ হতে হয়। ওই ছাত্রী পরে মামলায় জেতেন।
সানজানা বলেন, নিজের বিয়ের পোশাক নির্বাচনের মাধ্যমে তিনি কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা দিতে চাননি।
‘‘হয়ত কেউ কেউ সেটাই ভাবছেন। কিন্তু আমি জানি, অন্তত ভারতে সব নারীর নিজের ইচ্ছামত পোশাক পরার স্বাধীনতা নেই। কিন্তু ইনস্টাগ্রামে আমার বিয়ের পোশাক দেখে কয়েকজন নারী আমাকে লিখেছেন, তারা আমাকে দেখে নিজেদের বিয়েতে কি পরবেন সে কথা তার বাবা-মা বা শ্বশুর বাড়ির লোকেদের বলার সাহস পেয়েছেন।
‘‘এটা শুনে এক দিকে যেমন আমি খুশি হয়েছি। অন্যদিকে কিছুটা উদ্বেগেও পড়েছি। মনে হচ্ছে, আমি অন্য মেয়েদের বা অন্য পরিবারে অশান্তি ডেকে আনলাম না তো?”
সানজানার এ পোশাক আসলেই দিন বদলের অনুপ্রেরণা যোগাবে নাকি প্রথা ভাঙার অন্যান্য চেষ্টার মত বিতর্কের জন্ম দিয়ে এক সময় শেষ হয়ে যাবে তাই এখন দেখার বিষয়।
-
ট্রাম্প-নীতি বদলাতে কাজ শুরু বাইডেনের
-
মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
-
আমান্ডা গোরম্যান: বাইডেনের অভিষেকে কবিতা পড়া এই কবি কে?
-
বাইডেনের গাড়ির নম্বরও ছিল ‘৪৬’
-
এমন অভিষেক আগে দেখেনি কেউ
-
ঐক্য ছাড়া শান্তি আসবে না: প্রেসিডেন্ট বাইডেন
-
প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেল যুক্তরাষ্ট্র
-
মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩
সর্বাধিক পঠিত
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি