পাকিস্তানের সোয়াতে ১৩০০ বছরের পুরনো হিন্দু মন্দিরের সন্ধান

পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন পাকিস্তানি ও ইতালীয় প্রত্নতত্ত্ববিদরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 12:55 PM
Updated : 22 Nov 2020, 12:55 PM

এ মন্দির প্রায় ১৩০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। সোয়াতের বারিকোট ঘুন্ডাই অঞ্চলে খননকাজ চলার সময় মন্দিরটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

গত বৃহস্পতিবার এই আবিস্কারের কথা জানিয়ে খাইবার পাখতুনখাওয়ার প্রত্নতাত্ত্বিক দপ্তরের কর্মকর্তা ফজল খালেক বলেন, মন্দিরটি বিষ্ণু দেবের। ১৩০০ বছর আগে হিন্দু শাহি রাজবংশের আমলে এটি তৈরি হয়েছিল।

হিন্দু শাহি বা কাবুল শাহি (৮৫০-১০২৬ খ্রিস্টাব্দ) ছিল হিন্দু রাজবংশ। এই রাজবংশ কাবুল ভ্যালি (পূর্ব আফগানিস্তান), পাকিস্তানের গান্ধার এবং উত্তর-পশ্চিম ভারত শাসন করেছিল।

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, মন্দিরের কাছে একটি সেনাছাউনি এবং ওয়াচ টাওয়ারে চিহ্নও পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে একটি জলাধার।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, পূজা নিবেদনের আগে ভক্তরা ওই জলাধারে স্নান করত। এই প্রথম সেখানে হিন্দু শাহি আমলের এই নির্দশন মিলল। গান্ধার সভ্যতার সময়কার প্রথম মন্দির এটি।

 হিন্দু মন্দির ছাড়াও সোয়াত উপত্যকায় বৌদ্ধদের একাধিক নির্দশনও পাওয়া গেছে।