জর্জিয়ায় ভোট পুনঃগণনায় জো বাইডেনই জয়ী
>> রয়টার্স
Published: 20 Nov 2020 06:15 PM BdST Updated: 20 Nov 2020 08:01 PM BdST
-
-
জর্জিয়ার ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার।ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জার্জিয়া রাজ্যে ভোট পুনঃগণনা শেষে ডেমোক্র্যাটিক প্রার্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনই জিতেছেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাইডেনের জয়ের ব্যবধান কম হওয়ায় রাজ্যের নির্বাচন কমিশন ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছিল।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় ৫০ লাখের বেশি ভোট পড়েছে। প্রাথমিক ভোট গণনায় ট্রাম্পের থেকে বাইডেন প্রায় ১৪ হাজার ভোট বেশি পান।
জর্জিয়ায় মোট ইলেকটোরাল ভোট ১৬টি। তাই প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনী লড়াইয়ে ‘সুইং স্টেট’ গুলোর একটি ছিল জর্জিয়া।
এছাড়া, সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা এ রাজ্যে জিতেছিল। তারপর থেকে টানা কয়েকবার রিপাবলিকানরাই এখানে জয় দেখেছে।
এবার ইলেকটোরাল ভোটে বাইডেনের থেকে পিছিয়ে পড়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ‘ভোট চুরির’ অভিযোগ তুলে নানা রাজ্যে ভোট পুনঃগণার আবেদন জানিয়ে মামলা করেন।

জর্জিয়ার ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার।ফাইল ছবি: রয়টার্স
জর্জিয়ার ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার গত ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ভোট পুনঃগণনার ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘‘গণনার পর যে ফল পাওয়া যাবে আমরা সেটাই সার্টিফাই করব, সেটিই চূড়ান্ত গণনা হবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাফেন্সপারগারের কার্যালয় থেকে সংবাদ সম্মেলন ডেকে বলা হয়, বাইডেন ১২ হাজার ২৮৪ ভোটে ট্রাম্পকে পরাজিত করেছেন।“প্রথমবারের ভোট গণনা যে নির্ভুল ছিল, নিরীক্ষায় তা নিশ্চিত হওয়া গেছে।”
তবে প্রথমবারের তুলনায় পুনঃগণনায় বাইডেনের পক্ষে ভোট কিছুটা কমেছে। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, মানুষ মাত্রই কিছুটা ভুল হতে পারে। দুই ফলে সামান্য যে ব্যবধান হয়েছে তা প্রত্যাশিত মাত্রার মধ্যেই রয়েছে। হাতে ভোট গুনতে গেলে এটুকু হেরফের হবেই।
ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে জর্জিয়ার দুই রিপাবলিকান সিনেটরও কোনও প্রমাণ ছাড়াই রাফেন্সপারগারের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তুলেছিলেন।
এ বিষয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে এই নির্বাচনী কর্মকর্তা বলেন, ‘‘ট্রাম্প শিবির ভোটে কারচুপির প্রমাণ দিতে পারেনি। অভিযোগের সপক্ষে তারা আমাদের হতে কোনও প্রমাণই তুলে দিতে পারেনি।”
তবে ট্রাম্প শিবিরের হাতে এখনও ভোট পুনঃগণনার আবেদন করার সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। কারণ, এখনও দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ০ দশমিক ৫ শতাংশের কম।
-
‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে
-
আফগানিস্তানকে ৭৫ লাখ ডলারের ত্রাণ দিচ্ছে চীন
-
ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
-
সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে গর্ভপাত ক্লিনিক
-
মার্কিন কংগ্রেসে তিন দশকের মধ্যে প্রথম বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
কোভিড: সাংহাইয়ের জয় ঘোষণা, বেইজিংয়ে খুলবে স্কুল
-
নরওয়ের নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ২, আহত ১৪
-
‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে
-
আফগানিস্তানকে ৭৫ লাখ ডলারের ত্রাণ দিচ্ছে চীন
-
ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
-
সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে গর্ভপাত ক্লিনিক
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
মার্কিন কংগ্রেসে তিন দশকের মধ্যে প্রথম বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট