দিল্লিতে মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কড়াকড়ির আওতায় ভারতের রাজধানী দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা প্রায় চারগুন বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 05:19 PM
Updated : 19 Nov 2020, 05:19 PM

এখন থেকে কেউ মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা ছিল ৫শ’ রুপি। কেজরিওয়াল বলেন, “অনেক সময় শুধু কথায় কাজ হয় না। আমাদেরকে একটু কঠোর হতে হয়।”

জনবহুল দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণ দ্রুতই বাড়তে থাকায় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

কিন্তু ভাইরাস সংক্রমণ বাড়ার মধ্যেও সেখানে বেশিরভাগ মানুষকেই মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না। 

মাস্ক না পরার জন্য জুন মাস থেকে দিল্লিতে প্রায় ৫০০,০০০ মানুষকে জরিমানা করা হয়েছে এবং সামাজিক দূরত্ব না মানার জন্যও ৩৭০,০০০ জনকে জরিমানা করা হয়েছে।

 ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছেই। এ সপ্তাহের শুরুতে সংক্রমণ ৩০ হাজারে নামলেও বুধবার তা বেড়ে সাড়ে ৩৮ হাজার ছাড়িয়ে যায়। 

বৃহস্পতিবার তা ফের ৪৫ হাজার ছাড়িয়েছে। আনন্দবাজার জানায়, অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেলেও দিল্লিতে এখনও তা ঊর্ধ্বমুখী।