যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন স্বেচ্ছা আইসোলেশনে

এক পার্লামেন্ট সদস্যের সঙ্গে বৈঠক করার পর পরীক্ষায় ওই এমপির কোভিড-১৯ পজিটিভ আসায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন স্বেচ্ছা আইসোলেশনে থাকা শুরু করেছেন। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 04:18 AM
Updated : 16 Nov 2020, 04:49 AM

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে জনসন প্রায় ৩৫ মিনিট ইংল্যান্ডের অ্যাশফিল্ডের রক্ষণশীল দলীয় এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ছিলেন, পরবর্তীতে অ্যান্ডারসনের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোববার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রটেকশন (এনএইচএস) তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু এ পর্যন্ত তার মধ্যে কোভিড-১৯ এর কোনো লক্ষণ দেখা যায়নি।

ওই দিন রাতে এক টুইটে জনসন লিখেছেন, “আজ এনএইচএস টেস্ট এ্যান্ড ট্রেস আমাকে জানিয়েছে, আমি এমন একজনের সংস্পর্শে ছিলাম যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তাই আমাকে অবশ্যই স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে।

“আমার মধ্যে কোনো উপসর্গ নেই, কিন্তু আমি নিয়ম অনুসরণ করছি এবং ১০ নং (ডাউনিং স্ট্রিট) থেকে কাজ করে যেভাবে সরকারের মহামারী মোকাবেলায় নেতৃত্ব দিয়ে আসছি তা অব্যাহত রাখবো।”

প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে তার এক মুখপাত্রও এদিন জানিয়েছেন।