যুক্তরাষ্ট্রে নির্বাচন: জর্জিয়াও বাইডেনের, ট্রাম্পের ঝুলিতে নর্থ ক্যারোলাইনা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2020 10:28 AM BdST Updated: 14 Nov 2020 10:28 AM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট এরই মধ্যে ব্যাগে পুরে ফেলা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াতেও জয় পেয়েছেন বলে গণনাকৃত ভোটের ধারা দেখে ধারণা করছে বিবিসি।
১৯৯২ সালের পর এবারই প্রথম কোনো ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় এ রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট পেল।
জর্জিয়াতে এ জয় বাইডেনের বিজয়কে আরও সুসংহত করল। রাজ্যটির ১৬টি নিয়ে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬ এ।
গণনাকৃত ভোটের ধারা দেখে নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প জিততে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
পরাজয় স্বীকার না করলেও এখন পর্যন্ত যা হিসাব তাতে মার্কিন এ প্রেসিডেন্ট মাত্র ২৩২টি ইলেকটোরাল ভোট ব্যাগে পুরেছেন।
কাকতালীয়ভাবে চার বছর আগের নির্বাচনেও বিজয়ী ও পরাজিত প্রার্থীর ইলেকটোরাল ভোটের সংখ্যা ছিল এমনই, ৩০৬ ও ২৩২। সেবার ৩০৬ ইলেকটোরাল ভোট অর্জনের পর ট্রাম্প তার জয়কে ‘ভূমিধস’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন।
কিছু ইলেকটর পক্ষত্যাগ করায় শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২০১৬-র দুই প্রার্থীর প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়িয়েছিল ৩০৪-২২৭ এ।
আনুষ্ঠানিকভাবে হার স্বীকার না করলেও শুক্রবারই ট্রাম্প প্রথম জানুয়ারিতে একটি সম্ভাব্য নতুন প্রশাসনের দেখা মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
এদিনই তিনি নির্বাচনের পর প্রথমবার কোনো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তার প্রশাসনের করোনাভাইরাস টাস্ক ফোর্সের এ ব্রিফিংয়ে ট্রাম্পকে খানিকটা বিমর্ষ দেখালেও রিপাবলিকান প্রার্থী নিজের পরাজয় স্বীকার করেননি; জো বাইডেনের নামও নেননি।
“এই প্রশাসন লকডাউন দেবে না। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, কে জানে সেটা কোন প্রশাসন হবে। আমার ধারণা, সময়ই বলবে,” হোয়াইট হাউসের রোজ গার্ডেনে হওয়া ব্রিফিংয়ে বলেছেন তিনি।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট এদিন সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।
গণনাকৃত ভোটের ধারা অনুযায়ী বাইডেনকে বিজয়ী বলা হলেও দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় জর্জিয়াতে ভোট পুনঃগণনা হবে। অবশ্য তাতে ফল উল্টে যাবেনা বলেই বিশ্বাস ডেমোক্র্যাট শিবিরের।
-
মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর হামলা জান্তাপন্থিদের
-
খাশুগজি হত্যা: গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
-
চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড
-
বড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
-
সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান
-
ফেইসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মিয়ানমারের সেনাবাহিনী
-
চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘পূর্ণ সফলতার’ দাবি শিয়ের
-
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আরও প্রতিবাদের পরিকল্পনা
-
করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃত্যু ২৫ লাখ ছাড়াল
-
চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড
-
খাশুগজি হত্যা: গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
-
বড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
-
সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান
-
ফেইসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মিয়ানমারের সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত