ট্রাম্পের শীর্ষ প্রচার উপদেষ্টা করোনাভাইরাস আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রচার উপদেষ্টা কোরিয়ে লিন্ডাউস্কি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 06:26 PM
Updated : 12 Nov 2020, 06:26 PM

লিন্ডাউস্কি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রথম প্রচার ব্যবস্থাপক ছিলেন। আর এবারের নির্বাচনে ভোটের ফল নিয়ে ট্রাম্পের আইনি লড়াইয়ের অগ্রভাগে আছেন তিনি।

বিবিসি জানায়,সম্প্রতি ফিলাডেলফিয়ায় মামলা তদারক করতে সেখানে ছিলেন লিন্ডাউস্কি। এর আগে নির্বাচনের রাতে তিনি ট্রাম্পের সঙ্গেও ছিলেন।

‘নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদক জানিয়েছেন,ফিলাডেলফিয়াতে থাকার সময়ই লিন্ডাউস্কি কোভিড আক্রান্ত হয়েছেন বলে মনে করেন।

সিএনএন জানায়, লিন্ডাউস্কি অসুস্থ বোধ করছেন না। তবে কোভিড থেকে সেরে না ওঠা পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন বলে স্থির করেছেন।

হোয়াইট হাউজের রজনীতি বিষয়ক পরিচালক ব্রায়ান জ্যাক করোনাভাইরাস আক্রান্ত হওয়ার একদিন পরই লিন্ডাউস্কিও ভাইরাস আক্রান্ত হওয়ার এই খবর এল।