বাইডেনের জয়, এখনও নিশ্চুপ পুতিন

চার বছর আগে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যে বিশ্বনেতারা প্রথম অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে ভ্লাদিমির পুতিন অন্যতম ছিলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 11:37 AM
Updated : 9 Nov 2020, 11:59 AM

কিন্তু চার বছর পর এবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সামনের সারির প্রায় সব দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ।  

বাইডেন বিজয়ী হওয়ার পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি তিনি।

বিবিসি লিখেছে, সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবারের ফলাফলে মস্কো আগের মতো উৎসাহিত আর বোধ করছে না। 

মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।

সোমবার রাশিয়ার সংবাদপত্রগুলোতেও প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি।

দেশটির সরকারি সংবাদমাধ্যম রাশিস্কা গেজিয়েতায় বাইডেনকে ‘খোঁড়া হাঁস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি পত্রিকা তাকে ‘বৃদ্ধ ও জরাগ্রস্ত’ হিসেবে বর্ণনা করে বাতিলের খাতায় তুলে দিয়েছে।

নিজাবিসিমায়া গেজিয়েতায় বিজয়ী প্রার্থীর সঙ্গে যোগাযোগে প্রেসিডেন্ট পুতিনের দেরির ব্যাখ্যায় বলা হয়েছে, “বোধগম্য কারণেই ক্রেমলিন সতর্ক হয়ে আছে, আমেরিকায় সরকারিভাবে ভোট গণনা এখনও শেষ হয়নি।”