ভোটের পরদিন যুক্তরাষ্ট্রে রেকর্ড রোগী শনাক্ত

প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন রেকর্ড কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 06:35 AM
Updated : 5 Nov 2020, 06:35 AM

রয়টার্সের টালি বলছে, বুধবার সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৫১৯ জনের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা যা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে এক দিনের সর্বোচ্চ সংক্রমণ।

বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।

শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু- দুদিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনায় করোনাভাইরাস সঙ্কট গত কিছুদিন ধরে অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। তবে ভোটের জমায়েত যে এ রোগের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে, সে আশঙ্কা আগে থেকেই ছিল।

বিবিসি জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৫০ হাজারের বেশি মানুষ এখন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। এই সংখ্যা গত অক্টোবরের চেয়ে ৬৪ শতাংশ বেশি।      

দৈনিক গড় মৃত্যুর সংখ্যাও আবার বেড়ে গেছে; অবশ্য এখনও তা মহামারীর শুরুর দিনগুলোর চেয়ে কম।

প্রথম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যায় কোটির দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এ বিষয়টি নিয়ে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির দৃষ্টি আকর্ষণ করেছিল ওয়াশিংটন পোস্ট।

উত্তরে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থা ‘বোধ হয় এরচেয়ে খারাপ হওয়া’ সম্ভব ছিল না।