কানাডায় ছুরি হামলায় নিহত ২

কানাডার কেবেক শহরের পার্লামেন্ট হিলের কাছে মধ্যযুগীয় পোশাক পরা এক ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ২ জন নিহত ও আরও ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2020, 09:39 AM
Updated : 1 Nov 2020, 10:56 AM

শনিবার রাতে এ ঘটনার পর রোববার ভোরের দিকে পুলিশ হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে।

হামলার ঘটনার তদন্ত চলছে এবং আশপাশের এলাকার মানুষজনকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় পুলিশ এর আগে ‘কয়েকজনকে হতাহত করা’ এক ব্যক্তিকে খোঁজার কথা জানিয়েছিল। ধারাল অস্ত্র বহন করা ওই ব্যক্তির পরনে মধ্যযুগের পোশাক ছিল বলেও সেসময় তারা  উল্লেখ করেছিল।

আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের অবস্থা সম্বন্ধে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশের মুখপাত্র এতিয়েন ডোয়োন জানান, আটক সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ এর মতো; পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।