যুক্তরাষ্ট্রে নির্বাচন: আগাম ভোট ৯ কোটি ছাড়াল
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020 01:42 PM BdST Updated: 01 Nov 2020 01:42 PM BdST
-
হ্যালোউয়িনের পোশাক পরে যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের একজন কর্মী আগাম ভোট প্রসেস করার কাজ করছেন। ছবি: রয়টাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট।
ভোটের নির্ধারিত দিনের আগেই শনিবার পর্যন্ত এ বিপুল সংখ্যক মানুষের রায়, দেশটিতে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার মঞ্চ প্রস্তুত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দ্বৈরথ নিয়ে মার্কিন নাগরিকদের যে তুমুল আগ্রহ, এবারের আগাম ভোটের সংখ্যাই তার প্রমাণ বলে ধারণা গণমাধ্যমের।
শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে, তা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।
ভোটের দিন কেন্দ্রগুলোতে যে ভিড় হবে, তা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এমন উদ্বেগ থেকেও এবার অসংখ্য মানুষ ডাকযোগে কিংবা আগাম ভোটের কেন্দ্রগুলোতে গিয়ে নিজেদের রায় জানিয়ে এসেছে।
জনমত জরিপগুলোতে ট্রাম্পকে বাইডেনের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে দেখা গেলেও দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও রয়ে গেছে, বলছেন পর্যবেক্ষকরা।
দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোভিড-১৯ মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাই এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে অনুমান বিশ্লেষকদের।
বিপুল সংখ্যক আগাম ভোটও ডেমোক্র্যাটদের সুবিধা করে দিতে পারে বলে অনুমান অনেকের। দলটি এবার মহামারীর মধ্যে ডাকযোগে ভোটের ব্যাপারে শুরু থেকেই শক্ত অবস্থান নিয়েছিল।
অন্যদিকে ট্রাম্প ছিলেন ‘মেইল-ইন’ ভোটের ঘোর বিরোধী। এ ধরনের ভোটে জালিয়াতি হতে পারে বলে বেশ কয়েকবার নিজের আশঙ্কার কথাও জানিয়েছিলেন ক্ষমতাসীন এ প্রেসিডেন্ট।
যে কারণে ঐতিহাসকভাবে রিপাবলিকানরা ডাকযোগে ভোট বেশি পেলেও এবার তারা আগাম ভোটের সুযোগ খুব একটা নেয়নি বলেই মনে করা হচ্ছে।
চার বছর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল; এবার তা সহজেই ছাড়িয়ে যাবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছিল মাত্র ৪ কোটি ৭০ লাখ।
দেশটির ২০টি রাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিবন্ধিত ১ কোটি ৯৯ লাখ ডেমোক্র্যাটের বিপরীতে এক কোটি ৩০ লাখ রিপাবলিকান তাদের ভোট দিয়ে দিয়েছেন।
রাজ্যগুলোতে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন এক কোটি ১ লাখ মানুষের ভোটও পড়েছে। তবে প্রার্থীদের মধ্যে কার পক্ষে কত ভোট পড়েছে তা ওই তথ্য থেকে জানা যায়নি।
আরও পড়ুন:
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরতদের সমালোচনা ট্রাম্পের
হোয়াইট হাউসের চাবি : ইলেকটোরাল কলেজ ভোট
ডনাল্ড ট্রাম্প: সাদা বাড়ির দখল ধরে রাখতে মরিয়া
ট্রাম্পকে ছাপিয়ে ভোটারদের পছন্দের প্রার্থী ‘লড়াকু’ জো বাইডেন
-
মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর হামলা জান্তাপন্থিদের
-
খাশুগজি হত্যা: গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
-
চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড
-
বড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
-
সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান
-
ফেইসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মিয়ানমারের সেনাবাহিনী
-
চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘পূর্ণ সফলতার’ দাবি শিয়ের
-
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আরও প্রতিবাদের পরিকল্পনা
-
চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড
-
খাশুগজি হত্যা: গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
-
বড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
-
সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান
-
ফেইসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মিয়ানমারের সেনাবাহিনী
-
মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর হামলা জান্তাপন্থিদের
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত