মিয়ানমারের নির্বাচনে আগাম ভোট দিলেন সু চি

মিয়ানমারের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আগাম ভোট দিয়েছেন নেত্রী অং সান সু চি।

>>রয়টার্স
Published : 29 Oct 2020, 11:53 AM
Updated : 29 Oct 2020, 11:53 AM

ভোটার হিসেবে সু চির নিবন্ধন ইয়াঙ্গুনে হলেও করোনাভাইরাসের কারণে চলাফেরায় নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার রাজধানী নিপিধোতে ভোট দেন তিনি।

মাস্ক, গ্লাভস পরে ভোটকেন্দ্রে গিয়ে সু চি ভোট দেন। একই ভোটকেন্দ্রে এর আগে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট উইন মিন্টও।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বিরোধীদলগুলো নির্বাচন পিছানোর আহ্বান জানালেও আগামী ৮ নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠানে অটল ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী সু চি।

নানা দিক থেকে সংকট জর্জরিত মিয়ানমারে অর্ধ শতাব্দীর মধ্যে প্রথম গণতান্ত্রিক সরকারের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে এবারের নির্বাচনকে।

করোনাভাইরাসে মিয়ানমারে এপর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত মিয়ানমার। সংক্রমণ ঠেকাতে আরোপ করা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

গণতান্ত্রিক আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া অং সান সু চি ২০১৬ সালের নির্বাচনে বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসেন। তবে জেনারেলদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে তিনি বাধ্য হন।

এবারের নির্বাচনে আবারও জয়ের আশা করছে সু চির দল এনএলডি। তবে এবার জয়ের ব্যবধান গতবারের তুলনায় কম হবে বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গা মুসলিম নিপীড়নের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সু চির সুনাম ক্ষুন্ন হয়েছে। তবে নিজ দেশে এখনও তিনি জনপ্রিয়।