কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে শনাক্ত রোগী ৫ লাখ ছাড়িয়েছে

মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবার এক সপ্তাহেই ৫ লাখের বেশি রোগী শনাক্তের নতুন রেকর্ড গড়েছে।

>>নিউ ইয়র্ক টাইমস
Published : 28 Oct 2020, 01:40 PM
Updated : 28 Oct 2020, 01:40 PM

ট্রাম্প প্রশাসন মহামারী শেষ করে আনার দাবি করে আসার মধ্যেই গত সপ্তাহে সংক্রমণ ৫ লাখ পেরিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭১ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। তার আগের দুই সপ্তাহের তুলনায় যা ৪০ শতাংশ বেশি।

মঙ্গলবার ৭০ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়া নিয়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা রেকর্ড গড়েছে। ইলিনয়সহ ১৮টি অঙ্গরাজ্যে ৭ দিনে গড়ে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের মাত্র ছয় দিন আগে ভাইরাস সংক্রমণের এই হার ডনাল্ড ট্রাম্প এবং ভোটারদের জন্যও দুঃসংবাদ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এ রোগে আক্রান্তের সংখ্যা প্রথম পাঁচ লাখে পৌঁছাতে তিনমাস সময় লেগেছিল।

অথচ এখন গত এক সপ্তাহেই সেখানে নতুন আরও পাঁচ লক্ষাধিক মানুষের এ রোগে আক্রান্ত হওয়া থেকেই বোঝা যাচ্ছে সংক্রমণ কতটা দ্রুত ছড়াচ্ছে।

ফলে যুক্তরাষ্ট্রের নানা ‍অঙ্গরাজ্যে আবারও স্বাস্থ্য সুরক্ষার নানা কঠোর বিধি নিষেধ আরোপ করা হচ্ছে।

নেওয়ার্ক ও নিউ জার্সিতে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। এল পাসো ও টেক্সাসে দুই সপ্তাহের জন্য বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

শিকাগোতে আগামী শুক্রবার প্রথম প্রহর থেকে রেস্তোরাঁয় বসে খবার খাওয়া এবং বার বন্ধ হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক এবং উইসকনসিনে এ মাসের শুরুতেই রেস্তোরাঁয় বসে খাওয়া এবং বার বন্ধ করে দেওয়া হয়।

বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে দাবি করে রেস্তোরাঁ ব্যবসায়ীরা অবশ্য এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।