চীনের বিরুদ্ধে একাট্টা হতে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিনের এশিয়া সফরের প্রথমেই ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 05:36 PM
Updated : 26 Oct 2020, 05:36 PM

এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলায় এ অঞ্চলের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পম্পেওর এই সফর বলে ধারণা করা হচ্ছে।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেনেথ জাস্টার সোমবার দিল্লি বিমানবন্দরে মাইক পম্পেওকে স্বাগত জানান।

এদিন সন্ধ্যায়ই তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা।

মঙ্গলবার পম্পেও এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক যৌথ সম্মেলনে অংশ নেওয়ার কথাও রয়েছে।

পরে পম্পেও ও এসপার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে জানায় ‘টাইমস অব ইন্ডিয়া’।

ভারত সফর শেষে পম্পেও শ্রীলঙ্কা ও মালদ্বীপ যাবেন। ওই দুই দেশের অবকাঠামোগত উন্নয়নে চীন প্রচুর বিনিয়োগ করছে।

এমনকী চীন ওই দুই দেশে বেশ কিছু অবকাঠামো নির্মাণ করে দিয়েছে। যা আঞ্চলিক প্রভাব বিস্তার বিষয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্যই সতর্কবার্তা।

সবশেষ ইন্দোনেশিয়া সফরের মধ্যদিয়ে পম্পেও তার এই দফা এশিয়া সফর শেষ করবেন।