কোভিড-১৯ টিকা আসতে পারে ডিসেম্বরে: ফাউচি

বিশ্ব করোনাভাইরাসের কার্যকর প্রতিষেধক হাতে পাওয়ার অপেক্ষায় থাকার সময়ই আশার কথা শুনিয়ে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই আসতে পারে টিকা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 05:00 PM
Updated : 25 Oct 2020, 05:00 PM

‘নিরাপদ এবং কার্যকর’ প্রমাণিত হলেই কোভিড-১৯ এর টিকা চলতি বছরের শেষে পাওয়া যাবে বলে বিবিসি’র এন্ড্রু মার শো’তে জানিয়েছেন ফাউচি।

তিনি বলেন, টিকার প্রথম কয়েকটি ডোজ অগ্রাধিকার ভিত্তিতে কিছু মানুষকে দেওয়া হবে। তারপর এটি আরও ব্যাপক পরিসরে সহজলভ্য হতে ২০২১ সালেরও কয়েক মাস লেগে যাবে।

তবে ফাউচি সতর্ক করে দিয়ে এও বলেছেন, টিকা এলেই যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে তা নয়,বরং আরও বেশ কিছু সময়ের জন্য ভাইরাস থেকে মানুষের সুরক্ষায় সব স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।