পরীক্ষায় মাইক পেন্সের সহযোগীর ‘করোনাভাইরাস পজিটিভ’

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের রানিং মেট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 05:18 AM
Updated : 25 Oct 2020, 05:41 AM

পরীক্ষায় শর্টের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে শনিবার পেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন।

“ভাইস প্রেসিডেন্টে পেন্স ও মিসেস পেন্স, পরীক্ষায় উভয়েরই কোভিড-১৯ নেগেটিভ এসেছে এবং তারা উভয়েই সুস্থ আছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য দেওয়া সিডিসির গাইডলাইন মেনে পেন্স তার কর্মসূচী পরিচালনা করছেন,” বলেছেন মুখপাত্র ডেভিন ও’ম্যালি।

চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প, তার স্ত্রী মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছেলে ব্যারনসহ হোয়াইট হাউসের অর্ধ ডজন জ্যেষ্ঠ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে ৮৫ লাখ ৭৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন এবং ২ লাখ ২৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার দেশটিতে একদিনে রেকর্ড ৮৪ হাজারেরও বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।