কোভিড-১৯: ইউরোপজুড়ে জার্মানির ভ্রমণ সতর্কতা

করোনাভাইরাসে পর্যদুস্ত ইউরোপে জার্মানি তাদের আশেপাশের দেশগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে।

>>রয়টার্স
Published : 22 Oct 2020, 06:39 PM
Updated : 22 Oct 2020, 06:41 PM

ইউরোপের দেশগুলোতে কোভিড-১৯ এর প্রকোপ সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে।

জার্মানির অবস্থাও নাজেহাল। দেশটিতে রেকর্ড ভাইরাস সংক্রমণের মধ্যে খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আক্রান্ত হয়েছেন।

ওদিকে, বেলজিয়ামেও পররাষ্ট্রমন্ত্রী ভাইরাস আক্রান্ত হয়ে আছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে। স্পেনে বহু অঞ্চলেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

জার্মানি কর্তৃপক্ষ বুধবার প্রথমবারের মতো একদিনে রেকর্ড ১০ হাজারেরও বেশি রোগী শনাক্তের তথ্য জানিয়েছে।

এ পরিস্থিতিতেই বৃহস্পতিবার সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া এবং ইতালির রোমসহ বেশ কয়েকটি স্থানে ভ্রমণ সতর্কতা জারি করেছে বার্লিন।

করোনাভাইরাস মহামারীর প্রথম ধাপ সামাল দিয়ে জার্মানি বিশ্বে বহু দেশের কাছে মডেল হয়ে উঠেছিল। কিন্তু এবার মহামারীর দ্বিতীয় ঢেউ দেশটি একই ভাবে সামলাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জার্মানির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান লোথার উইয়েলার বলেছেন, “সামগ্রিক পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে উঠেছে। তবে তারপরও ভাইরাস সংক্রমণের গতি কমিয়ে আনার সুযোগ এখনও আমাদের হাতে আছে।”

সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলোতে নতুন কড়াকড়ির পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অনেক দেশই লকডাউন এড়িয়ে বরং মাস্ক পরা বাধ্যতামূলক করে, কারিফউ দিয়ে কিংবা রেস্তোরাঁ ও জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।