ফ্রান্সে ছুরি হামলা, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে এক স্কুল শিক্ষককে হত্যার পর পুলিশ গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে।

>>রয়টার্স
Published : 16 Oct 2020, 06:09 PM
Updated : 16 Oct 2020, 06:33 PM

শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলীতে একটি স্কুলের কাছের রাস্তায় এ ঘটনা ঘটে। হামলাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশ ছুরি হাতে হামলাকারীকে দেখতে পেয়ে তার ওপর গুলি চালায়।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে `আল্লা হু আকবর’ বলে চিৎকার করতে দেখেছেন।

বিভিন্ন খবরে বলা হয়েছে, হামলাকারী ওই স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করেছে। তবে পুলিশ এখনও ঘটনাটি নিশ্চিত করে জানাতে পারেনি।

ওই শিক্ষক ক্লাসরুমে নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র দেখিয়েছিলেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

ফ্রান্সে গত কয়েকবছর ধরে জঙ্গিরা দফায় দফায় সহিংস হামলা চালিয়ে আসছে। গত মাসেই ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদুর পুরনো কার্যালয়ের কাছে দুই সাংবাদিক ছুরিকাহত হয়েছে।

বিতর্কিত কার্টুন ছাপার জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদু কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে উগ্রপন্থি মুসলিম দুই ভাই। মারা গিয়েছিল ফ্রান্সের বিশিষ্ট কার্টুনিস্ট-সহ ১২ জন।