বিতর্কিত অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2020 02:41 PM BdST Updated: 27 Sep 2020 03:10 PM BdST
-
আজারবাইজানের বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামানের গোলা ছুড়েছেন আর্মেনিয়ার একজন সৈন্য। ফাইল ছবি: রয়টার্স
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের বাহিনীগুলোর মধ্যে ফের লড়াই শুরু হয়েছে।
এরই মধ্যে আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজান বিমান ও গোলন্দাজ হামলা শুরু করেছে।
আজারবাইজান বলেছে, পুরো সীমান্তজুড়ে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিচ্ছে তারা, আর্মেনীয়দের গোলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ দিন ধরে দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
একসময় আর্মেনিয়া ও আজারবাইজান, উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তারপর থেকে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।
আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়ে গেছে।
জুলাইয়ে দুই পক্ষের মধ্যে লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছিল। এর প্রতিক্রিয়ায় আজারবাইজানের রাজধানী বাকুতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত মিলিত হয়ে লোকজন ওই অঞ্চলটি দখলে নিতে পূর্ণ সামরিক অভিযান চালানোর দাবি তুলে।
কী বলছে দুই পক্ষ?
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট থেকে আরাতসাক রিপাবলিকের (নাগোরনো-কারাবাখ অঞ্চলসহ আশপাশের এলাকা নিয়ে গঠিত)রাজধানী স্তেপানাকের্তসহ বেসামরিক এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে।
তারা এ পর্যন্ত দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ও তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করেছে।
“আমরা সমানুপাতিকভাবে সাড়া দিবো আর পুরো পরিস্থিতির দায়দায়িত্ব আজারবাইজানের সামরিক-রাজনৈতিক নেতৃত্বকে বহন করতে হবে,” বিবৃতিতে বলেছে তারা।
এর আগে আজারবাইজান এক ঘোষণায় বলে, “আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীগুলোর যুদ্ধজনিত ক্রিয়াকলাপ দমন করতে ও বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনারা পুরো সীমান্তজুড়ে পাল্টা-আক্রমণাত্মক অভিযান শুরু করেছে।”
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গ্রামে তীব্র গোলাবর্ষণে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লড়াইয়ে তাদের একটি হেলিকপ্টার খোয়া গেলেও এর ক্রুরা জীবিত আছেন বলে জানিয়েছে তারা। পাশাপাশি আর্মেনিয়ার ১২টি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করারও দাবি করেছে তারা।
এর আগে ২০১৬ সালেও দুইপক্ষের মধ্যে উত্তেজনা লড়াইয়ে গড়িয়েছিল। সে সময় লড়াই চার দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল।
-
ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
-
পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট হচ্ছে অস্ট্রেলিয়ায়
-
অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
-
আদালত অবমাননা, এক লাখ ১০ হাজার ডলার জরিমানা দিলেন ট্রাম্প
-
অস্তিত্ব সঙ্কটে ব্রিটেনের ‘ফিশ অ্যান্ড চিপস’ ব্যবসা
-
ইউরোপে মাঙ্কিপক্স আক্রান্ত ১০০ ছাড়িয়েছে
-
মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল
-
আদালত অবমাননা, এক লাখ ১০ হাজার ডলার জরিমানা দিলেন ট্রাম্প
-
ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
-
পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট হচ্ছে অস্ট্রেলিয়ায়
-
অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
-
অস্তিত্ব সঙ্কটে ব্রিটেনের ‘ফিশ অ্যান্ড চিপস’ ব্যবসা
-
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’