মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের নতুন সরকার?
>> রয়টার্স
Published: 23 Sep 2020 10:14 PM BdST Updated: 23 Sep 2020 10:14 PM BdST
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠনে আইনপ্রণেতাদের কাছ থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।
এর মধ্য দিয়ে নতুন নাটকীয় মোড় নিয়েছে মালয়েশিয়ার রাজনীতি। করোনাভাইরাস মহামারীতে দেশের অর্থনীতি ধসে পড়ার কঠিন একটি সময়ে ক্ষমতার লড়াইয়ের এই বহিঃপ্রকাশ ঘটল।
আনোয়ার বলেছেন, তিনি ২২২ জন আইনপ্রণেতার মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন পেয়েছেন। যদিও প্রকৃত সংখ্যাটি কত এবং কারা সমর্থন দিয়েছেন তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি।
তবে এই সমর্থন পেলেও আনোয়ারকে এখন নতুন সরকার গঠনে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহকে রাজি করাতে হবে। ফলে তিনি সরকার গড়তে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে।
প্রধান কোনও রাজনৈতিক দল এখন পর্যন্ত আনোয়ারের সমর্থনে এগিয়ে না আসায় রাজা বরং দেশে কয়েকমাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী মুহিদ্দিনের পরামর্শে নির্বাচন ডাকার পথ বেছে নিতে পারেন।
গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজার পছন্দে প্রধানমন্ত্রী হয়েছিলেন মুহিদ্দিন ইয়াসিন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতায় আসার সুযোগ হাতছাড়া হয়।
বুধবার নতুন সরকার গঠনে আনোয়ার বিপুল সমর্থন পাওয়ার যে দাবি করেছেন, তা কেবলই একটি কথার কথা বলে উড়িয়ে দিয়েছেন মুহিদ্দিন। তিনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনোয়ারকে এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাতে বলেছেন।
ইয়াসিন বলেন, “এটি প্রমাণ না হওয়া পর্যন্ত পেরিকাতান ন্যাশনাল ( পিএন) সরকারই বহাল থাকবে এবং আমিই দেশের বৈধ প্রধানমন্ত্রী থাকব।”
মুহিদ্দিনের পাশাপাশি মালয়েশিয়ার ছয়টি প্রধান রাজনৈতিক দলও আনোয়ারের দাবিকে ‘সস্তা প্রচার’ বলে মন্তব্য করেছে এবং মুহিদ্দিনকে দৃঢ় সমর্থন দিয়েছে।
ওদিকে, আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেছেন, “আমাদের শক্তিশালী,বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি চার, পাঁচ, ছয় আসনের কথা বলছি না, এর চেয়েও অনেক বেশি সংখ্যার কথা বলছি। এই সংখ্যা দিয়ে মুহিদ্দিনের প্রধানমন্ত্রীত্বের পতন ঘটবে।”
আনোয়ার শেষ পর্যন্ত ক্ষমতা করায়ত্ব করতে পারলে তার ২২ বছরের সংগ্রাম সফলতার মুখ দেখবে। এই সময়ের মধ্যে প্রায় ১০ বছর জেলেই কেটেছে আনোয়ারের।
২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির মোহাম্মদ তার পুরাতন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সাথে জোট গঠন করে ক্ষমতায় ফিরে এসেছিলেন। দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করতেই আনোয়ারের সঙ্গে ‘পাকাতান হারাপান’ জোট করেছিলেন মাহাথির।
আনোয়ারের হাতে ক্ষমতা তুলে দেবেন বলে মাহাথির কথা দিলেও পরে তা নিয়ে গড়িমসি এবং রাজনৈতিক মিত্রদের সঙ্গে টানাপোড়েনে নানা নাটকীয়তার পর হঠাৎ করেই তিনি পদত্যাগ করেন। এরপর আনোয়ারকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মুহিদ্দীন ইয়াসিন।
-
পশ্চিমারা নাভালনির সমর্থকদের উস্কে দিচ্ছে: রাশিয়া
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
-
তাইওয়ানের আকাশে আবার চীনের যুদ্ধবিমান
-
নেদারল্যান্ডসে লকডাউন বিরোধী প্রতিবাদে সহিংসতা, গ্রেপ্তার ২৪০
-
সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’
-
যুক্তরাষ্ট্রকে টপকে নতুন বিদেশি বিনিয়োগ গন্তব্যে শীর্ষে চীন
-
মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদরের করোনাভাইরাস পজিটিভ
-
দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী অলি, এরপর কী?
-
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে এগুচ্ছে কৃষকরা
-
পশ্চিমাদের বিরুদ্ধে ‘উস্কানির’ অভিযোগ রাশিয়ার, নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউ’র
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
-
নেদারল্যান্ডসে লকডাউন বিরোধী প্রতিবাদে সহিংসতা, গ্রেপ্তার ২৪০
-
তাইওয়ানের আকাশে আবার চীনের যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ