করোনাভাইরাসে ভারতে মৃত্যু ছাড়াল ৯০ হাজার

শনাক্ত রোগীর সংখ্যায়ে বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে করোনাভাইরাসে মৃত্যু ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 11:38 AM
Updated : 23 Sept 2020, 11:38 AM

দেশটিতে সেপ্টেম্বরের শুরু থেকেই ভাইরাস প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বলে জানিয়েছে আনন্দবাজার।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় নতুন এক হাজার ৮৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই কোভিড-১৯ এ মৃত্যু ৯০ হাজার ২০ জনে পৌঁছাল। 

২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৩৪৭ নতুন শনাক্ত রোগী নিয়ে ভারতে সরকারি হিসাবে করোনাভাইরাসে আক্রান্তও এখন ৫৬ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগী সংখ্যায় দেশটির উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬৯ লাখের কাছাকাছি পৌঁছেছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ।

ভারতে শনাক্ত রোগীদের মধ্যে বুধবার পর্যন্ত ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন; এ সংখ্যা সরকারি হিসাবে মোট আক্রান্তের ৮১.২৫ শতাংশ, জানিয়েছে আনন্দবাজার। 

দেশটিতে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭৪৬ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিয়ে দেশটির এখন সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৩৭৭।

ভারতের মধ্যে শনাক্ত রোগী ও মৃত্যু তালিকায় সবার উপরে অবস্থান মহারাষ্ট্রের। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে বুধবার সকাল পর্যন্ত ১২ লাখ ৪২ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪০৭ জনের।

ভাইরাস তামিল নাডুরও প্রায় ৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কর্নাটকে এ সংখ্যা ৮ হাজার ২২৮। ৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লিতে।

শনাক্ত রোগীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্র প্রদেশে বুধবার সকাল পর্যন্ত মোট ৬ লাখ ৩৯ হাজার মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। তামিল নাডু ও কর্নাটকে কোভিড-১৯ রোগী সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৫২ হাজার ও ৫ লাখ ৩৩ হাজার।

উত্তরপ্রদেশেও সরকারি হিসাবেই ভাইরাসে আক্রান্তের সাড়ে তিন লাখ পেরিয়ে গেছে; দিল্লিতে আড়াই লাখ, পশ্চিমবঙ্গে ২ লাখ ৩১ হাজারের বেশি।

সেপ্টেম্বরের শুরু থেকেই দৈনিক গড়ে ৩ হাজারের বেশি রোগী পাওয়া পশ্চিমবঙ্গে মঙ্গলবারও ৩ হাজার ১৮২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। নতুন ৬২ জন নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত ভাইরাসে মৃত্যুও হয়েছে ৪ হাজার ৪৮৩ জনের।