আরব লিগ বৈঠকের সভাপতিত্ব ছাড়ল ক্ষুব্ধ ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আমিরাত ও বাহরাইনের চুক্তির ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরব লিগের বৈঠকের সভাপতিত্ব থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন।

>>রয়টার্স
Published : 22 Sept 2020, 05:22 PM
Updated : 22 Sept 2020, 05:52 PM

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি মঙ্গলবার একথা জানিয়েছেন। আগামী ছয় মাস আরব লিগের বৈঠকগুলোতে সভাপতিত্ব করার দায়িত্ব ছিল ফিলিস্তিনের।

কিন্তু পশ্চিমতীরের রামাল্লায় এক সংবাদ সম্মেলনে আল-মালিকি বলেন, তারা আর এই পদে থাকতে চান না।

“সভাপতির পদে থেকে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোকে সম্পর্ক স্বাভাবিক করার পথে দৌড়তে দেখা সম্মানজনক ব্যাপার নয়,” বলেন তিনি।

এক সপ্তাহ আগেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করে আমিরাত ও বাহরাইন।

ফিলিস্তিন এ চুক্তিকে বিশ্বাসঘাতকতা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার পথে বড় ধরনের ধাক্কা হিসাবেই দেখছে।

এ মাসের শুরুতে ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর নিন্দা জানানোর জন্য আরব লিগকে রাজি করাতে পারেনি। এতে ক্ষুব্ধ ফিলিস্তিন এখন সভাপতিত্ব ছাড়ার এই সিদ্ধান্তের কথা জানাল।

তবে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মালিকি তার বক্তব্যে আমিরাত এবং বাহরাইনের নাম নেননি কিংবা উপসাগরীয় কোনও দেশ যারা ইসরায়েলের মতো একইভাবে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তাদেরও নাম উল্লেখ করেননি।

ফিলিস্তিনের সিদ্ধান্ত সম্পর্কে আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইতকে অবহিত করা হয়েছে বলে জানান মালিকি।