ফোর্বসে আবার শীর্ষ ধনী বেজোস, পতন ট্রাম্পের

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় টানা তৃতীয়বারের মত আমেরিকার শীর্ষ ধনীর আসন ধরে রেখেছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। কিন্তু মহামারীর ধাক্কায় পতন হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 06:15 PM
Updated : 8 Sept 2020, 06:15 PM

বিবিসি জানায়, মঙ্গলবার ফোর্বস আমেরিকার শীর্ষ ধনীদের নতুন এ তালিকা প্রকাশ করে। তালিকায় স্থান পাওয়া চারশ’ শীর্ষ ধনীর মোট সম্পদের পরিমাণেও রেকর্ড হয়েছে।

বর্তমানে এই চারশ’ জনের মোট সম্পদের পরিমাণ তিন লাখ ২০ হাজার কোটি (৩ দশমিক ২ ট্রিলিয়ন) মার্কিন ডলার।

করোনাভাইরাস মহামারীর মধ্যেও আমেরিকার ধনীদের সম্পদ বাড়ছে, ধনীরা হয়েছেন আরও ধনী। যদিও এরইমধ্যে দেশটির অর্থনীতিতে মহামারীর ধাক্কা লেগেছে। ১৮ লাখের বেশি আমেরিকান মহামারীর মধ্যে চাকরি হারিয়েছেন।

এ বছর ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় নতুন ১৮টি নাম যোগ হয়েছে। যাদের একজন জুম ভিডিও কমিউনিকেশন’র প্রধান নির্বাহী এরিক ইউয়ান।

আমেরিকার ধনীরা আরো ধনী হলেও দেশটির অর্থনীতির মত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পদেও মহামারীর ধাক্কা লেগেছে। ফোর্বসের শীর্ষ চারশ’ ধনীর তালিকায় গত বছর ট্রাম্প ২৭৫ নম্বরে থাকলেও এবার নেমে গেছেন ৩৫২ নম্বরে।

তার মোট সম্পদের পরিমাণ ৩১০ কোটি (৩.১ বিলিয়ন) মার্কিন ডলার থেকে কমে ২৫০ (২.৫ বিলিয়ন) কোটি মার্কিন ডলার হয়েছে। মহামারীর কারণে তার আবাসন, হোটেল ও রিসোর্ট তিন ব্যবসাতেই মন্দার হাওয়া লেগেছে।