কোভিড-১৯ যোদ্ধাদের সম্মাননা দিল চীন

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার দাবি করে কোভিড-১৯ যোদ্ধাদের পদক দিয়ে সম্মাননা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

>>রয়টার্স
Published : 8 Sept 2020, 06:11 PM
Updated : 8 Sept 2020, 06:11 PM

মঙ্গলবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ আয়োজন করা হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সেখানে কোভিড-১৯ মোকাবেলায় কৃতিত্বের দাবিদার চার চিকিৎসা ও ওষুধ বিশেষজ্ঞ এবং টিকা গবেষককে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা মেডেল অব দ্য রিপাবলিকে ভূষিত করা হয়।

একইসঙ্গে এই চারজনকে সম্মানজনক ‘পিপলস হিরো’ পদবীও দেওয়া হয়।

অনুষ্ঠানের বক্তব্যে প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাসের পরীক্ষায় চীনের সসম্মানে উত্তীর্ণ হতে পারার প্রশংসা করেন এবং বলেন, করোনাভাইরাস নিয়ে চীন খোলামেলা ছিল, সেইসঙ্গে স্বচ্ছতাও বজায় রেখেছে।

চীন করোনাভাইরাস সম্পর্কে সময়মত জানাতে ব্যর্থতার কারণেই এ ভাইরাস দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছিল তা খণ্ডন করে একথা বলেন শি।

তিনি বলেন, “চীন সক্রিয়ভাবে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার কারণেই বিশ্বব্যাপী অসংখ্য মানুষের প্রাণ বেঁচেছে।”

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখার পাশাপাশি অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েও চীন এখন বিশ্বে নেতৃত্বের অবস্থানে আছে বলে দাবি করেন শি।

গতবছর ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। সেখান থেকেই পরে বিশ্বব্যাপী এই রোগ ছড়িয়ে পড়েছে।

সে সময় উহানের স্থানীয় কর্তৃপক্ষ এই ভাইরাস সম্পর্কে তথ্য ধামাচাপা দিয়েছে এবং এর কারণে ভাইরাসের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে অন্তত দু’সপ্তাহ দেরী হয়েছে বলে অভিযোগ আছে।