করোনাভাইরাস: নির্বাচনী প্রচারে ইয়াংগন যাত্রা বাতিল করলেন সু চি

মিয়ানমারজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা অং সান সু চি তার নির্বাচনী প্রচারণার প্রথম কর্মসূচিই বাতিল ঘোষণা করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 12:09 PM
Updated : 8 Sept 2020, 12:09 PM

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে আগামী ৮ নভেম্বরের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণেচ্ছু প্রার্থীরা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারছেন।

প্রচারণা শুরুর প্রথম দিন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ নেতা সু চির মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগন যাওয়ার কথা ছিল; নোবেলজয়ী এ নেত্রীর সংসদীয় আসনও এই শহরে।

রোববারে মিয়ানমারে ১০৩ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর সোমবার সু চি তার নির্বাচনী প্রচারণার প্রথম কর্মসূচিটি বাতিল করে দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

সোমবারও দেশটিতে ১৪৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই নির্বাচনী প্রচারযাত্রা বাতিল করতে হয়েছে বলে ফেইসবুক লাইভে বলেছেন সু চি। 

“এই মুহুর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ই সবচেয়ে ক্ষমতাধর। আমাদের অবশ্যই তাদের নির্দেশনা মেনে চলা উচিত,” বলেছেন তিনি।

সু চির প্রচারযাত্রা বাতিল হলেও এনএলডির নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া এবং পতাকা ও লিফলেট বিতরণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মিও নিউন্ট। 

মার্চে মিয়ানমারে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। তবে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত অনেকগুলো সপ্তাহ দেশটিতে স্থানীয়ভাবে সংক্রমণের শিকার কাউকে পাওয়া যায়নি।

সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সোমবার পর্যন্ত মিয়ানমারে রোগীর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজার ৪৬৪তে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড-১৯ মিয়ানমারে ৮ জনের প্রাণও কেড়ে নিয়েছে।

কয়েক দশকের সামরিক শাসনে জর্জরিত দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই বেহাল; করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে দেশটির অনেক চিকিৎসকই আশঙ্কা করছেন।

গত সপ্তাহে সু চির ইয়াংগনের বাড়ির এক কর্মীর শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছিল। ঘটনাটি শুনে ‘খারাপ লেগেছে’ বলে সোমবার ফেইসবুক লাইভে বলেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর।