কোভিড-১৯: মেক্সিকোয় সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মেক্সিকোতে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

>>রয়টার্স
Published : 4 Sept 2020, 07:35 AM
Updated : 4 Sept 2020, 07:35 AM

বৃহস্পতিবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অন্তত সাত হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে মেক্সিকোতেই মারা গেছেন ১,৩৭৮ জন।

অন্যান্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে যথাক্রমে ১,০৭৭, ৬৩৪ এবং ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধা বলা হয়। অসুস্থদের চিকিৎসা সেবার দায়িত্বে থাকায় তাদের রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইকোনোমিক অ্যান্ড সোস্যাল জাস্টিস-র প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘‘করোনাভাইরাস মহামারী শুরুর পর বেশ কয়েকমাস কেটে গেছে। অথচ এখনো মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে এ রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার ভয়াবহ রকম বেশি।

‘‘তাই সব স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরুক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা একান্ত জরুরি হয়ে পড়েছে। যাতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে স্বাস্থ্যসেবার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন।” 

বিশ্বের মধ্যে এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত করোনাভাইরাস শনাক্ত এবং মৃত্যুর মোট সংখ্যায় সব থেকে এগিয়ে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এই তিন দেশে মোট সংক্রমণ এক কোটি ৪০ লাখের বেশি। আর মোট মৃত্যু প্রায় তিন লাখ ৮৭ হাজার।

গত মাসে মেক্সিকো সরকারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, করোনাভাইরাস মহামারীর এ সময়ে দেশটিতে স্বাস্থ্যসেবা কর্মীদের মৃত্যুর হার যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ এবং ব্রাজিলের তুলনায় আট গুণ বেশি।

মেক্সিকোয় ছয় লাখ ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ৬৬ হাজার জনের।

এ সপ্তাহের শুরুতে দেশটির সরকারের দেওয়া তথ্যানুযায়ী, সেখানে এক লাখ ২ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১,৩৭৮ জন।

অ্যামনেস্টি বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের জন্য আরো বেশি সহায়তার আহ্বান জানিয়েছে।

ককবার্ন বলেন, ‘‘মহামারী শুরুর পর থেকেই সব দেশের সরকার স্বাস্থ্যকর্মীদের জাতীয় বীর বলে আখ্যা দিয়ে তাদের কাজের প্রশংসা করেছেন। কিন্তু সেবা দেওয়ার সময় ন্যূনতম সুরক্ষা সরঞ্জামের অভাবে স্বাস্থ্যকর্মীরা যেভাবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাতে ওই প্রশংসা ফাঁকা বুলি বলে মনে হচ্ছে।”