গুরুতর অসুস্থ ট্রাম্পের ভাই হাসপাতালে ভর্তি

নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছোট ভাইকে দেখেতে গিয়ে ডনাল্ড ট্রাম্প বলেন, সে ‘কঠিন সময় পার করছে’।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2020, 07:21 AM
Updated : 15 August 2020, 07:42 AM

বিবিসি ‍জানায়, শুক্রবার বিকালে ট্রাম্প ৭২ বছরের ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে ‘নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান’ হাসপাতালে যান। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন।

মাস্ক পরা ট্রাম্প হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের বলেন, ‘‘আশা করি সে ঠিক আছে। যদিও কঠিন সময় যাচ্ছে,  সে কঠিন সময় পার করছে।’’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর ‍অনুযায়ী, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ।

হোয়াইট হাউজ থেকেও শুক্রবার সকালে রবার্ট ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করা হয়। কিন্তু তার ঠিক কী রোগ হয়েছে বা কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানায় বিবিসি।

রবার্ট ট্রাম্প ভাইয়ের আবাসন ব্যবসা দেখাশুনা করেন।

ভাইকে দেখে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ‘‘আমার চমৎকার একজন ভাই আছে। দীর্ঘদিন ধরেই আমাদের মধ্যে দারুণ সম্পর্ক, প্রথম দিন থেকেই। সে এখন হাসপাতালে। আশা করি সে সুস্থ হয়ে উঠবে। যদিও সে কঠিন সময় পার করছে।”

সম্প্রতি ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প ‘টু মাচ-নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’ নামে একটি বই লিখেছেন। নাম থেকেই বোঝা যাচ্ছে নির্বাচনের আগে ভাতিজির এই বই ট্রাম্পের বিপক্ষেই যাবে।

এই বইয়ের প্রকাশ আটকাতে গত কয়েকদিন আদালতে ছুটোছুটি করেছিলেন রবার্ট ট্রাম্প। কিন্তু তাতে লাভ হয়নি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ‍অনুযায়ী, গত জুনেও রবার্ট ট্রাম্প এক সপ্তাহর বেশি সময় হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলেন।