মহামারীতে কমেছে সংঘাতে হতাহতের ঘটনা: গবেষণা

করোনাভাইরাস মহামারী বিশ্বব্যাপী জঙ্গি হামলা, লড়াই-সংঘাতের রাশ টেনে ধরেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 01:16 PM
Updated : 14 August 2020, 01:16 PM

গবেষণায় বিশ্বে মহামারীর এ সময়ে লড়াই-সংঘাতে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসার প্রমাণও দেখা যাচ্ছে।

বিবিসি জানায়, লন্ডন-ভিত্তিক গবেষণা দাতব্য প্রতিষ্ঠান ‘অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স’ এর গবেষণায় দেখা গেছে, এবছর এপ্রিল এবং জুলাই মাসের মধ্যে বিস্ফোরকের আঘাতে সাধারণ মানুষ নিহত কিংবা আহত হওয়ার সংখ্যা গতবছর একই সময়ের তুলনায় ৫৮% কমেছে।

আবার সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় সহিংস ঘটনা ঘটার খবরও কমে এসেছে। সিরিয়ায় লড়াইয়ে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কমেছে ৭৮ শতাংশ।

অন্যদিকে, বিশ্বে গুটিকয়েক দেশের মধ্যে লিবিয়ায় সম্প্রতি কয়েকমাসে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেড়েছে। দেশটিতে এবছর চারমাসে ৫৭৯ বেসামরিক নাগরিক নিহত কিংবা আহত হয়েছে। গতবছর যে সংখ্যা ছিল ৪৩১।

‘অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স’ এর পরিচালক বলেছেন, মহামারী সামাল দিতে ব্যস্ত বিশ্বে জঙ্গিরাসহ কট্টরপন্থি দলগুলো যেন ঝিমিয়ে পড়েছে।