উত্তর কোরিয়ায় বন্যা,‘ঝুঁকিতে পারমাণবিক স্থাপনা’

উত্তর কোরিয়ায় সাম্প্রতিক বন্যায় দেশটির প্রধান পারমাণবিক স্থাপনার সঙ্গে সংযুক্ত পাম্প হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিংক ট্যাংক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 12:04 PM
Updated : 13 August 2020, 12:04 PM

উপগ্রহের ছবির উপর ভিত্তি করে থার্টি এইট নর্থ ওয়েবসাইটের বিশেষজ্ঞরা এ ধারণা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বন্যা বা আবহাওয়াজনিত দুর্যোগে ইয়ংবিয়ন পারমাণবিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পারমাণবিক চুল্লির কুলিং সিস্টেম যে কী পরিমাণ ঝুঁকিতে থাকে, বাণিজ্যিক উপগ্রহের ৬ থেকে ১১ অগাস্টের ছবি তাই দেখাচ্ছে, বলেছে উত্তর কোরিয়ার বিভিন্ন ঘটনার উপর নজর রাখা ওয়েবসাইট থার্টি এইট নর্থ। 

সাম্প্রতিক দিনগুলোতে কোরীয় উপদ্বীপে টানা বৃষ্টির ফলে উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও বন্যা এবং ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী পিয়ংইয়ংয়ের ১০০ কিলোমিটার উত্তরে কুরিয়ং নদীর তীরে অবস্থিত ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি, জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা আছে বলে ধারণা বিশ্লেষকদের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ইয়ংবিয়ন কিংবা এর সংলগ্ন কোনো স্থাপনার ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

থার্টি এইট নর্থের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।