দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দা রাজাপাকসে

শ্রীলঙ্কায় ক্ষমতার কেন্দ্রে ফিরেছে রাজাপাকসে পরিবার। গোটাবেয়ে রাজাপাকসে প্রেসিডেন্ট। পার্লামেন্ট নির্বাচনে দল দুইতৃতীয়াংশের বেশি আসন জেতায় মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রীত্বও পাকাপোক্ত হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 10:12 AM
Updated : 7 August 2020, 10:12 AM

গত বছর নভেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মাহিন্দা। নভেম্বরেই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন গোটাবেয়ে রাজাপাকসে।

শুক্রবার শ্রীলঙ্কার নির্বাচন কমিশন রাজাপাকসে ভাইদ্বয়ের দল শ্রীলঙ্কা পিপুলস ফ্রন্ট (পডুজানা পেরামুনা) কে বিজয়ী ঘোষণা করে। পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে তারা ১৪৫টি আসনে জয়লাভ করেছে। সঙ্গে যোগ হয়েছে মিত্রদের আরো পাঁচটি আসন। ফলে দলটির হাতে এখন সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

প্রায় দুই দশক ধরে রাজাপাকসে পরিবার শ্রীলঙ্কার ক্ষমতার কেন্দ্রে থেকেছে। ২০০৫ ও ২০১৫ সালে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মাহিন্দা রাজাপাকসে।

এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলের ভরাডুবি হয়েছে। তারা একটি আসনও পাননি। গত পার্লামেন্টে তাদের ১০৬টি আসন ছিল।

এবছর প্রধান বিরোধীদলের ভূমিকায় সাজিথ প্রেমাদাসার জোট। সাজিথ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানসিংহে ১৯৯৩ সালে গুপ্তহত্যার শিকার হন। সাজিথের জোট এবার ৪৭টি আসনে জয়লাভ করেছে।

করোনাভাইরাস মাহমারীর কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশে নানা ধাপের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। একই কারণে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনও দুই দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে শ্রীলঙ্কাকে বেশ সফলই বলা যায়। দেশটিতে এখন পর্যন্ত মাত্র দুই হাজার ৮৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১১ জন।