৩৭০ ধারা বাতিলের একবছর, কাশ্মীরে কারফিউ

কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তির দিন ৫ অগাস্টকে কয়েকটি গোষ্ঠীর ‘কালো দিবস’ হিসাবে পালনের পরিকল্পনাকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 03:45 PM
Updated : 4 August 2020, 03:45 PM

মঙ্গল এবং বুধবার দুইদিন এ কারফিউ বলবৎ থাকবে ভারত-শাসিত কাশ্মীরে। ‘কালো দিবস’ পালনকালে কোনওরকম সহিংসতা ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তাছাড়া, করোনাভাইরাসের কারণেও জনসমাগম আগে থেকে নিষিদ্ধ রয়েছে বলে জানিয়েছেন তারা।

২০১৯ সালের ৫ অগাস্টে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নিয়ে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল।

তারই প্রথম বর্ষপূর্তিকে ঘিরে কাশ্মীরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সহিংসতার আশঙ্কায় কাশ্মীরে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গতবছরও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই সেখানে ব্যাপক জনরোষ দেখা দেওয়ার আশঙ্কায় রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করতে ব্যাপক সেনা মোতায়েন হয়েছিল।

জননিরাপত্তা আইনে কাশ্মীরের রাজনৈতিক নেতারাও আটক অথবা গ্রেফতার হয়েছিলেন। অনেক দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কাশ্মীরকে।তবে পরবর্তীতে কিছু কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়।