দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টি, বন্যা-ভূমিধসে ১৩ মৃত্যু

দক্ষিণ কোরিয়ার টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 10:02 AM
Updated : 4 August 2020, 10:02 AM

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্যার পাশাপাশি ভূমিধস ও যানবাহন পানিতে ভেসে যাওয়ায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বন্যায় রাজধানী সিউলের কিছু অংশের রাস্তাঘাট ও সেতু ডুবে গেছে; ৫ হাজার ৭৫১ হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা। 

পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

দুর্যোগে প্রাণহানি ঠেকাতে সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষগুলোকে সর্বশক্তি নিয়োগেরও নির্দেশ দিয়েছিলেন  তিনি।

দক্ষিণের পাশাপাশি উত্তর কোরিয়াতেও ভারী বর্ষণ ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির দেখা মিলতে পারে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।