ক্যালিফোর্নিয়া উপকূলে দুর্ঘটনা, মার্কিন সামরিক বাহিনীর ৮ সদস্যের মৃত্যুর আশঙ্কা

ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশিক্ষণকালীন এক দুর্ঘটনায় নিখোঁজ ৭ মেরিন সেনা ও এক নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 06:51 AM
Updated : 3 August 2020, 06:51 AM

৮ সদস্যের খোঁজে ৪০ ঘণ্টাব্যাপী অভিযানের সমাপ্তি ঘোষণার পর তারা এ আশঙ্কার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশিক্ষণের সময় মার্কিন সামরিক বাহিনীর একটি উভচর যান (এএভি) ডুবে যায়; নিখোঁজ নাবিক ও মেরিন সেনারা ওই যানটিতেই ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডুবে যাওয়া এএভিতে থাকা অন্য ৮ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও তাদের মধ্যে পরে একজনের মৃত্যু হয়েছে, দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

“ভারাক্রান্ত হৃদয়ে আমি অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি,” বলেছেন পঞ্চদশ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের কমান্ডার কর্নেল ক্রিস্টোফার ব্রনজি।  

৮ সদস্যের খোঁজে নিয়োজিত হেলিকপ্টার ও নৌযানগুলো প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান জানিয়েছিল বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুর্ঘটনায় পড়া এএভিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস সমারসেটে ফেরত পাঠানো হয়েছে।