দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস সংক্রমণ ৫ লাখ ছাড়াল

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

>>রয়টার্স
Published : 2 August 2020, 01:34 PM
Updated : 2 August 2020, 01:34 PM

শনিবার দেশটিতে নতুন ১০,১০৭ জন ভাইরাস শনাক্ত হওয়া নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০৩,২৯০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পাঁচ মাস আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ১৫৩ জন।

ভাইরাস সংক্রমণের দিক থেকে আফ্রিকা মহাদেশজুড়ে এ পর্যন্ত যতজন কোভিড-১৯ ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে তার অর্ধেকই দক্ষিণ আফ্রিকার।

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, অফ্রিকাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩৪,৫৫৮ জন। মারা গেছে ১৯,৭৫২ এবং সুস্থ হয়েছে ৫৮৫,৫৬৭ জন।

দক্ষিণ আফ্রিকায় এপ্রিল-মে মাসে কঠোর লকডাউন জারি থাকার ফলে করোনাভাইরাসের বিস্তার কমে এসেছিল। এরপর অর্থনীতি সচল করতে দেশটিতে বিধিনিষেধ শিথিল হতেই গত দু’মাসে সংক্রমণ আবার বেড়ে গেছে।

সংক্রমণ দ্রুতই বাড়ছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। রাজধানী প্রিটোরিয়া ঘিরে সম্প্রতি সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে বেশি। বিশ্বে ভাইরাস আক্রান্তের দিক দিয়ে দেশটি পঞ্চমস্থানে উঠে এসেছে।