করোনাভাইরাস: মৃত্যুতে বিশ্বে তৃতীয় অবস্থানে মেক্সিকো

করোনাভাইরাসে মৃত্যুমিছিল দীর্ঘ হচ্ছে মেক্সিকোয়। বিশ্বে মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই তৃতীয়স্থানে উঠে এসেছে এ দেশটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2020, 01:53 PM
Updated : 1 August 2020, 01:53 PM

বিবিসি জানিয়েছে, মেক্সিকোয় এ পর্যন্ত মহামারীতে মারা গেছে অন্তত ৪৬,৬৮৮ জন এবং আক্রান্ত হয়েছে মোট ৪২৪,৬৩৭ জন।

এর আগে শুক্রবার ৪৬ হাজার ২০৪ জনের মৃত্যু নিয়ে বিশ্বে তৃতীয়স্থানে ছিল যুক্তরাজ্য।

মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, প্রকৃত ভাইরাস আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি হবে বলেই ধারণা করছেন তারা।

মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর এর সরকার অর্থনীতি সচল করতে গত মে মাসেই ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল।

জুনের মাঝামাঝিতে মেক্সিকো সিটিতে লাখো কারখানা শ্রমিক কাজে ফিরেছে। আরও কিছু ব্যবসা চালু হয়েছে জুলাইয়ে।

তবে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট ওব্রাডোর লকডাউনের পদক্ষেপ নিতে দেরি করেছিলেন। আবার খুব তাড়াতাড়ি তা তুলেও নিয়েছেন।

২৩ মার্চে মেক্সিকোয় লকডাউনে ব্যবসা-বাণিজ্য অনেকটাই বন্ধ হয়ে গেলেও জরুরি কিছু শিল্পপ্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে ছিল।

শুক্রবার মেক্সিকোর ১০ রাজ্যের গভর্নর করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে সহকারী স্বাস্থ্যমন্ত্রী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ হুগো লোপেজ গাটেলের পদত্যাগ দাবি করেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবমতে, বিশ্বে এখন অবধি ১ কোটি ৭৫ লাখের বেশি মানুষের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ৬৭৬,০০০ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছে অন্তত ১৫৩,৪১৫ জন এবং ব্রাজিলে মৃতের সংখ্যা ৯২,৪৭৫ জন।

বিশ্বে কিছু কিছু দেশ লকডাউন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়ছে।

ফলে স্পেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো নতুন করে আবার কিছু কিছু বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে কিংবা বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে।