পর্তুগালে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত, নিহত ২

পর্তুগালের কোইম্ব্রা জেলায় দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2020, 09:34 AM
Updated : 1 August 2020, 09:34 AM

ট্রেনটি শুক্রবার রাজধানী লিসবন থেকে ব্রাগা যাচ্ছিল। পথে কোইম্ব্রা ও পোর্তো শহরে থামারও কথা ছিল। 

স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে এটি সোউর শহরের কাছে রেলের একটি রক্ষণাবেক্ষণ মেশিনের সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যসহ ১৬৩ উদ্ধার কর্মী ও দুটি মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয় বলে পর্তুগালের ত্রাণ কার্যক্রম কর্তৃপক্ষ সিএনওএসের এক মুখপাত্র জানিয়েছে। 

আলফা পেন্ডুলার নামের পর্তুগালের সবচেয়ে দ্রুতগতির এ ট্রেনটিতে ২৪০ যাত্রী ছিল বলেও জানিয়েছে তারা।  

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা পরে ‘মারাত্মক’ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন।