পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কারের পরামর্শ ফিলিপিন্সের প্রেসিডেন্টের

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বার বারই দেশের মানুষকে পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 02:29 PM
Updated : 31 July 2020, 02:29 PM

কর্মকর্তারা একে ঠাট্টা-তামাসা বলে চালিয়ে দিতে চাইলেও দুতের্তে বলছেন, তিনি আসলে ঠাট্টা করছেন না।

বিবিসি জানায়, গত সপ্তাহেও দুতের্তে পেট্রোল দিয়ে মাস্ক জীবাণুমুক্ত করার পরামর্শ দিয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই তাকে শুধরে দিয়ে তার কথাকে ঠাট্টা বলে উড়িয়ে দেন।

কাপড়ের তৈরি মাস্ক স্বাভাবিক প্রক্রিয়ায় ধুতে হবে আর সার্জিক্যাল মাস্ক ব্যবহারের পর ফেলে দিতে হবে বলেও জানিয়েছিলেন কর্মকর্তারা।

কিন্তু শুক্রবার দুতের্তে আবারও জোরগলায় বলেছেন, “আমি যা বলেছি সেটা সত্য... গ্যাসোলিন স্টেশনে গিয়ে দেখতে পারেন।”

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোল দিয়ে মাস্ক জীবাণুমুক্ত হয় এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং দীর্ঘসময় এর সংস্পর্শে থাকলে তা দেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া, এই দাহ্য পদার্থে রয়েছে আগুনের ঝুঁকিও।

দুতের্তে তার আগের করা মন্তব্যর কথা উল্লেখ করে বলেন, “তারা (সমালোচকরা) বলে, দুতের্তে পাগল। মূর্খ! আমি পাগল হলে আপনাদেরই প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল, আমার নয়।”

“আমি যা বলেছি তা সত্য। বিশেষ করে গরিবদের জন্য অ্যালকোহল সহজলভ্য না হলে গ্যাসোলিন স্টেশনে চলে যান, আর তা দিয়ে মাস্ক জীবাণুমুক্ত করুন। আমি ঠাট্টা করছি না।”