যুক্তরাজ্যে শীতে মহামারীর দ্বিতীয় পর্যায়ে ১২০,০০০ মৃত্যুর আশঙ্কা

যুক্তরাজ্যে এবারের শীতে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 03:31 PM
Updated : 14 July 2020, 03:31 PM

পরিস্থিতি কি দাঁড়াতে পারে তার একটি মডেল দিয়ে বিজ্ঞানীরা বলছেন,   জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অবস্থা মারাত্মক আকার ধারণ করলে ২৪,৫০০ থেকে ২৫১,০০০ হাজার মানুষ মারা যেতে পারে শুধু হাসপাতালগুলোতেই।

এ পর্যন্ত যুক্তরাজ্যে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৩০ জনের। তবে জুলাইয়ে এ হার অনেকটাই কমেছে। মৃত্যু হয়েছে মাত্র ১,১০০ জনের।

বিজ্ঞানীদের মৃত্যুর ওই হিসাবে লকডাউন, চিকিৎসা কিংবা ভ্যাকসিনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি। তাছাড়া, বিজ্ঞানীরা এও বলছেন যে, “দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ঝুঁকি কমানোও যেতে পারে।”

শীতে করোনাভাইরাস সংক্রমণ কিভাবে ছড়াবে সে বিষয়টি নিয়ে এখনও বড় ধরনের সংশয় আছে। তবে গবেষণা বলছে, ঠান্ডায় ভাইরাস দীর্ঘক্ষণ টিকতে পারে। এতে মানুষ অনেকক্ষণ ঘরবন্দি থাকলেও সংক্রমণ ঝুঁকি কমবে না।

আর তখন কেবল করোনাভাইরাস রোগীই নয়, শীতকালীন ফ্লু’র মতো রোগের কারণেও দেশের স্বাস্থ্যব্যবস্থা চরম চাপের মুখে পড়বে।

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারীর প্রথম ধাক্কাতেই স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিজ্ঞানীদের মডেল বলছে, শীতে দ্বিতীয় পর্যায়ের মহামারীর ধাক্কায় প্রথম পর্যায়ের চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে।

তবে তাদের কথায়, এটি কোনও অনুমান নয়, সম্ভাবনা মাত্র। মৃত্যু বেশি হওয়ার ঝুঁকি থাকলেও দ্রুত ব্যবস্থা নিলে মৃত্যু আবার কমেও আসতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু দুটোই কম রয়েছে। সে কারণে দেশটি মহামারীর দ্বিতীয় পর্যায়ের আগেই তা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া বা পরিকল্পনা করার সুযোগ পাচ্ছে।

যুক্তরাজ্য লকডাউন থেকে বেরিয়ে আসতে থাকার এই সময়ে ভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখাটাই এখন গুরুত্বপূর্ণ।