জার্মানিতে মানবদেহে করোনাভাইরাসের টিকা পরীক্ষায় অভূতপূর্ব সাড়া

জার্মানিতে ‍মানবদেহে করোনাভাইরাসের টিকার কার্যকারিতা পরীক্ষায় অংশ নিতে এগিয়ে এসেছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক যা গবেষকদেরও অবাক করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 08:23 AM
Updated : 13 July 2020, 08:23 AM

জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানায়, টুবিংয়েনের ইউনিভার্সিটি হসপিটাল’র একদল গবেষক দেশটির বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি কিউরভ্যাক উৎপাদিত কোভিড-১৯ এর টিকা মানবদেহে কতটা কার্যকর তা পরীক্ষা করতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানায়।

তাদের সে আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নাম নিবন্ধন করেছেন বলে জানান গবেষকরা।

এত মানুষের সাড়া গবেষকদেরও অবাক করেছে। সাধারণত মেডিকেল গবেষণায় ‘গিনিপিগ’ হতে কেউ রাজি হয় না।

গবেষণা পরিচালক পিটার ক্রেমজনার বলেন, ‘‘ক্লিনিক্যাল ট্রায়ালে এমনটা সাধারণত দেখা যায় না। এটা সত্যি উপচে পড়া অবস্থা। সাধারণত এ ধরনের পরীক্ষার সময়ে আমাদের স্বেচ্ছাসেবকের সংকটে পড়তে হয়।”

জুনের মাঝামাঝি থেকে মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ জন টিকা নিয়েছেন। এখনো তাদের শরীরে উল্লেখ করার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান ক্রেমজনার। যদি প্রথম দফায় সাফল্য পাওয়া যায় তবে পরবর্তী পরীক্ষা শুরু হবে।

এদিকে, গত সোমবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) করোনাভাইরাসের টিকা উৎপাদন প্রকল্পের জন্য কিউরভ্যাক-কে সাড়ে সাত কোটি ইউরো ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

আগামী অগাস্ট নাগাদ প্রথম দফা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে আশা কিউরভ্যাক কর্তৃপক্ষের।