বর্ণবাদী মন্তব্যের জেরে ফক্স নিউজ লেখকের পদত্যাগ

ছদ্মনামে অনলাইনে বর্ণবাদী পোস্ট এবং যৌনতা নিয়ে মন্তব্য করে ফেঁসে গেছেন ফক্স নিউজের টক শো’ ‘টকার কলসন টুনাইট’ এর শীর্ষ লেখক ব্লেক নেফ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 01:42 PM
Updated : 12 July 2020, 01:42 PM

যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিএনএন-এর অনুসন্ধানে নেফের এ কর্মকাণ্ড সামনে আসার পর শুক্রবার তিনি পদত্যাগ করেন।

বিবিসি জানায়, ২০১৭ সালে ‘টকার কলসন টুনাইট’ এ যোগ দেন নেফ। তিনি এ অনুষ্ঠানের সেরা লেখকদের একজন হয়ে উঠেছিলেন।

সিএনএন এর অনুসন্ধানে দেখা গেছে, নেফ ‘অটোঅ্যাডমিট’ নামের একটি গোপন ওয়েবসাইটে ‘চার্লসXII’ ছদ্মনামে নিয়মিত লিখতেন এবং সেখানে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে মন্তব্য করতেন।

ফক্স নিউজ নেফের এ কাণ্ডকে ‘ভয়ঙ্কর এবং খুবই আক্রমণাত্মক’ বলে বর্ণনা করলেও টকার কলসন টুনাইট’র সঞ্চালক কলসন এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ছদ্মনামে নেফের বহু পোস্টে আফ্রিকান-আমেরিকান, এশিয়ান-আমেরিকান এবং নারীদের নিয়ে অপমানজনক অনেক মন্তব্যও আছে।

গোপন এক সূত্রে সিএনএন জানতে পারে ‘চার্লসXII’ আসলে নেফ। এরপর অনুসন্ধান শুরু হলে থলের বেড়াল বেরিয়ে আসে।

ফক্স নিউজ স্টাফদের কাছে পাঠানো একটি মেমোতে জানায়, নেফের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তিনি আর এ সম্প্রচারমাধ্যমে নেই।

নেফের এমন কাণ্ডের তীব্র নিন্দাও জানানো হয়েছে মেমোতে। ফক্স নিউজ কর্তৃপক্ষ বলেছে, “তিনি যে ধরনের কাজ করেছেন তা ফক্স নিউজ পরিবার কখনো সহ্য করেনি, ভবিষ্যতেও করবে না।”

সোমবার ‘টকার কলসন টুনাইট’ অনুষ্ঠানে কলসন এটা নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন তারা।