নিখোঁজের পর সিউলের মেয়রের মৃতদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন নিখোঁজ হওয়ার খবরে তাকে খুঁজতে নেমে তার মৃতদেহ পেয়েছে পুলিশ।

>>রয়টার্স
Published : 9 July 2020, 06:42 PM
Updated : 9 July 2020, 07:04 PM

মেয়রের মেয়ে বৃহস্পতিবার তার বাবার নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পর শত শত পুলিশ ড্রোন এবং কুকুর নিয়ে খোঁজ শুরু করেছিল।

কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর সিউলের উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তায় মধ্যরাতের দিকে মেয়র ওন-সুনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে সিউল মেট্রোপলিটন পুলিশ সংস্থা।

ওই জায়গার কাছেই সবশেষ তার মোবাইলে ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল। মৃত্যুর কোনও কারণ পুলিশ জানায়নি।

তবে জানা গেছে, ওন-সুন নিখোঁজ হওয়ার কয়েকঘণ্টা আগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাখিল করেছিলেন এক নারী কর্মচারি। যদিও এ ঘটনা তার মৃত্যুর কারণ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা চোই ইক-সু সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা দরকার।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫ টা ১৭ মিনিটে মেয়রের মেয়ে পুলিশকে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে বলেছিলেন, তাকে (ওন-সুন) ফোনে পাওয়া যাচ্ছে না এবং তিনি উইলের মতো একটা কিছু রেখে গেছেন।

দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ পার্ক ওন-সুন ২০১১ সাল থেকে সিউলের মেয়র ছিলেন। তাছাড়া, দক্ষিণ কোরিয়ার ২০২২ সালের নির্বাচনে তিনি ছিলেন লিবারেল পার্টির একজন সম্ভাবনাময় প্রেসিডেন্ট প্রার্থী।