গালওয়ান থেকে সেনা সরাচ্ছে চীন, জানাল ভারত

লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে গালওয়ান উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে চীন।

>>রয়টার্স
Published : 6 July 2020, 03:57 PM
Updated : 6 July 2020, 03:57 PM

ভারতের এক সরকারি কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

গত ১৫ জুনে এই গালওয়ানেই লোহার রড, পাথর নিয়ে মারামারিতে জড়িয়েছিল চীন এবং ভারতের সেনারা। ওই সংঘর্ষে ভারত তাদের ২০ সেনা নিহত হওয়ার কথা জানায়।

তবে চীন এখনও সংঘর্ষে তাদের পক্ষে হতাহতের ঘটনার কথা নিশ্চিত করে জানায়নি।

৫ দশকেরও বেশি সময়ের মধ্যে সীমান্তে এবারই দু’দেশ বড়ধরনের সংঘর্ষে জড়িয়েছিল। উত্তেজনা প্রশমণে দুই পক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের কয়েক সপ্তাহ আলোচনা চালাতে হয়েছে।

সোমবার ভারতের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গালওয়ান উপত্যকার যেখানে সংঘর্ষ হয়েছিল তার কাছাকাছি জায়গা থেকে চীনের সেনারা সব তাঁবু গুটিয়ে নিচ্ছে এবং পরিকাঠামোও তুলে নিচ্ছে।

যানগুলোকেও এলাকা থেকে সরে যেতে দেখা যাচ্ছে। গালওয়ানসহ গোগরা ও হট স্প্রিং সীমান্ত এলাকা থেকেও গাড়িগুলো সরে যাচ্ছে।

চীন এবং ভারত দুপক্ষই বলেছে, তারা সেনা সরিয়ে পিছু হটে যাওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পক্ষই লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান দেখাতে রাজি।

ভারতের সেনারাও সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে কিছুটা সরে গেছে বলে জানানো হয়েছে ভারতীয় পত্রিকাগুলোর খবরে।

চীন গালওয়ান উপত্যকা থেকে যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে কি না সে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বলেছেন, “দুই পক্ষই পিছু হটে যাওয়া এবং সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে।”