ফ্রান্সে ফেইস মাস্ক নিয়ে হামলার শিকার বাস চালকের মৃত্যু

ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে ফেইস মাস্ক পরতে রাজি না হওয়া কয়েকজন যাত্রীর হামলায় একজন বাস চালকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2020, 01:21 PM
Updated : 6 July 2020, 01:21 PM

পুলিশ জানিয়েছে, রোববার রাতে বাইয়ন শহরে টিকেট ও মাস্ক ছাড়া কয়েকজন লোক বাসে উঠতে চাইলে চালক তাদের উঠতে বাধা দেন, এতে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি ঘুষি মারে।

এতে পঞ্চাশোর্ধ ওই চালক মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে ভর্তি করার পর সোমবার তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে ফাঁস ব্লু-র প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি।

সহকর্মীর মৃত্যুর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলের চালকরা কর্মবিরতি শুরু করেছে। এতে অঞ্চলটিতে বাস চলাচল বিঘ্নিত হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে বাইয়ন অঞ্চলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।