গায়ক হত্যা ঘিরে ইথিওপিয়ায় সহিংস বিক্ষোভ, নিহত ১৫৬

ইথিওপিয়ায় গায়ক হাকালু হান্দিসা হত্যাকে ঘিরে সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ১৫৬ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 5 July 2020, 03:31 PM
Updated : 5 July 2020, 03:31 PM

গত সোমবার রাতে হান্দিসা হত্যাকাণ্ডের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী আদ্দিস আবাবা থেকে আশেপাশের ওরোমিয়া অঞ্চলে। সেখানে হান্দিসাকে একজন ‘হিরো’ হিসাবেই দেখা হত।

বিক্ষোভে প্রাথমিকভাবে ৮০ জনের মৃত্যুর পর এখন মৃতের সংখ্যা বেড়ে ১৫৬ হওয়ার কথা রোববার জানিয়েছেন আঞ্চলিক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

ওরোমিয়া অঞ্চলেই সবচেয়ে উত্তাল বিক্ষোভ হয়েছে এবং সেখানেই ১৫৬ জন নিহত হয় বলে জানিয়েছেন সেখানকার শান্তি ও নিরাপত্তা দপ্তরের প্রধান জিবরিল মোহাম্মদ।

আহত আরো অনেককেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেকারণে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান জিবরিল।

তিনি বলেন, নিহতদের ১৪৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন নিরাপত্তা কর্মকর্তা।

বিবিসি জানায়, ইথিওপিয়ার বৃহত্তম ওরোমো জাতিগোষ্ঠীর সঙ্গীতশিল্পী ছিলেন হান্দিসা। তার গানগুলো ছিল ওরোমো জাতির অধিকার নিয়ে।

তাই তিনি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরই ইথিওপিয়ায় জাতিগত ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হান্দিসাকে হত্যার উদ্দেশ্য কি ছিল তা জানা যায়নি। তবে হান্দিসা বেঁচে থাকতে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন।